26442

চাকরি স্থায়ীকরণের দাবি জাবির কর্মচারীদের

চাকরি স্থায়ীকরণের দাবি জাবির কর্মচারীদের

2022-12-06 03:32:50

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন করেছেন দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীরা।

সোমবার (০৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসন ভবনের সামনের রাস্তায় মানববন্ধন করেন তারা। এতে বিশ্ববিদ্যালয়ের শতাধিক কর্মচারী অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলের মালি মো. শরিফুল ইসলাম বলেন, বর্তমানে দ্রব্যমূল্য লাগামহীন। আর বিশ্ববিদ্যালয় থেকে আমাদের যে বেতন দেওয়া হয়, তাতে আমাদের সংসার চালানো কষ্টকর। আমার সন্তানদের পড়াশোনার খরচ চালানো কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। আমরা বাধ্য হয়ে আজ পথে এসেছি। আমাদের দাবি একটাই-আমাদের চাকরি স্থায়ীকরণ করতে হবে।

মানববন্ধনে জাহানারা ইমাম হলের অফিস সহায়ক নাসরিন আক্তার বলেন, আমি জাহানারা ইমাম হলে সাত বছর কর্মরত আছি। এই সাত বছরে আমার প্রতিটি দিনই কষ্টে কেটেছে। আমি আশায় আছি আমার চাকরি স্থায়ী হবে।প্রশাসনের কাছে আমাদের দাবি- আপনারা আমাদের প্রতি একটু সুদৃষ্টি দিন। আমাদের চাকরি স্থায়ীকরণ করে বাঁচার সুযোগ করে দেবেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার রহিমা কানিজ বলেন, আমরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে চিঠি পাঠিয়েছি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন পদ না দিলে তাদের চাকরি স্থায়ী করা আমাদের পক্ষে সম্ভব নয়। তবে আমরাও চাই তাদের চাকরি স্থায়ী হোক। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে আমরা আবারও কথা বলব।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]