26480

আলিয়া মাদ্রাসায় আলিমে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ

আলিয়া মাদ্রাসায় আলিমে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ

2022-12-13 04:17:00

রাজধানীর বকশিবাজারের সরকারি মাদ্রাসা-ই-আলিয়ায় আলিম ১ম বর্ষে (একাদশ শ্রেণিতে) ৩টি বিভাগে শিক্ষার্থীদের ভর্তির কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার (১২ ডিসেম্বর) অধ্যক্ষের কার্যালয় থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।

মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মুহাম্মাদ আবদুর রশীদ-এর সই করা বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে, সরকারি মাদ্রাসা-ই-আলিয়ায় ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে আলিম ১ম বর্ষে সাধারণ, বিজ্ঞান ও মুজাব্বিদ বিভাগে ছাত্র ভর্তি করা হবে। এ কার্যক্রম সম্পন্ন করতে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ডের ভর্তি প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করতে হবে।

অনলাইনে ভর্তির আবেদনের ফরম পূরণ করা যাবে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত। আবেদনের সময় সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি শিক্ষা প্রতিষ্ঠান পছন্দ করা যাবে। প্রাথমিক নিশ্চায়নের পর কোনো পছন্দের তালিকা পরিবর্তন করা যাবে না। আবেদনের সময় শিক্ষার্থীকে নিজের অথবা অভিভাবকের একটি মোবাইল নম্বর দিতে হবে। একাধিক শিক্ষার্থীর আবেদনে একই মোবাইল নম্বর ব্যবহার করা যাবে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ৩১ ডিসেম্বর প্রকাশিত ফলাফলের ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীরা ১ জানুয়ারি ২০২৩ তারিখ থেকে ৮ জানুয়ারি ২০২৩ তারিখ পর্যন্ত অফিস চলাকালীন সময়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।

এছাড়াও ভর্তি সংক্রান্ত কার্যক্রমের সময়সূচি, ভর্তি নির্দেশিকা, আবেদনের নিয়মাবলী নির্ধারিত ওয়েবসাইট www.xiclassadmission.gov.bd এবং মাদ্রাসা বোর্ডের ওয়েবসাইট : www.bmeb.gov.bd থেকেও জানা যাবে।

>> অনলাইনে ভর্তির আবেদন পদ্ধতি—

পাঁচটি ধাপে অনলাইনে ভর্তির ফরম পূরণ করে আবেদন করা যাবে। ধাপগুলো হলো-

১ম ধাপ : প্রথমে বিকাশ/নগদ/রকেট-এর মাধ্যমে ১৫০/- আবেদন ফি দিতে হবে।

২য় ধাপ: xiclassadmission.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে Apply Online বাটনে ক্লিক করতে হবে।

৩য় ধাপ: এরপর রোল নম্বর, বোর্ড, পাশের সন, রেজিস্ট্রেশন নম্বর ও ভেরিফিকেশন কোড যথাযথভাবে পূরণ করতে হবে। এরপর Next (পরবর্তী) বাটনে ক্লিক করতে হবে।

৪র্থ ধাপ: ফরম যথাযথভাবে পূরণ হলে আবেদনকারীর নাম ও অন্যান্য তথ্য স্বয়ংক্রিয়ভাবে চলে আসবে। এরপর টাকা পাঠানোর সময় প্রদত্ত মোবাইল নম্বরটি ফরমে পূরণ করতে হবে।

৫ম ধাপ: এরপর পছন্দের প্রতিষ্ঠান যুক্ত করতে হবে। সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকায় আবেদনের ক্ষেত্রে তথ্য দিয়ে সর্বনিম্ন ৫টি প্রতিষ্ঠান পছন্দ তালিকায় যুক্ত করে আবেদন পত্রটি সাবমিট করতে হবে।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]