26527

খ্যাতনামা কীটতত্ত্ববিদ চবি অধ্যাপক ড. বদরুল আমিন আর নেই

খ্যাতনামা কীটতত্ত্ববিদ চবি অধ্যাপক ড. বদরুল আমিন আর নেই

2022-12-21 03:38:12

বাংলাদেশের খ্যাতিমান কীটতত্ত্ববিদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণিবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ড. বদরুল আমিন ভূঁইয়া আর নেই। সোমবার দিনগত রাত সোয়া ১টায় চট্টগ্রাম নগরীর মেট্রোপলিটন হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন চবির প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. মনজুরুল কিবরিয়া। তিনি বলেন, ড. ভূঁইয়া দেশের প্রাণিবিদ্যায়, শিক্ষা প্রসারে ব্যাপক ভূমিকা রেখেছিলেন। আমরা তাকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। 

তিনি আরও বলেন, তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত এবং পরিবারের সকল সদস্যদের প্রতি সমবেদনা জানাই। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। 

উল্লেখ্য, অধ্যাপক ড. বদরুল আমিন ভুঁইয়া তিনি কীটতত্ত্বের বিশেষজ্ঞ ছিলেন। এছাড়া তিনি বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির ফেলো এবং আজীবন সদস্য ছিলেন।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]