ছাত্র ইউনিয়নের দুই অংশ মিলছে, নেতৃত্বের দৌঁড়ে এক ডজন নেতা
2023-01-03 09:00:14
আগামী ৯ ফেব্রুয়ারি সম্মেলনের ডাক দিয়েছে ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। ৪০তম জাতীয় সম্মেলনের পর ছাত্র ইউনিয়ন থেকে একটি অংশ বেরিয়ে গেলেও স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করে আসছে ফয়েজ-দীপক নেতৃত্বাধীন কমিটি। তবে ৪১তম জাতীয় সম্মেলনে বেরিয়ে যাওয়া জয়-রাগীব অংশ যোগদান করবে সংগঠনের সূত্রে জানা গেছে।
ছাত্র ইউনিয়ন সূত্র বলছে, সংগঠনের ৪১তম জাতীয় সম্মেলন ঐক্যবদ্ধভাবে অনুষ্ঠিত হবে। সম্মেলন সুষ্ঠুভাবে আয়োজনে দুই অংশের নেতৃবৃন্দ নিয়মিত আলোচনা চালিয়ে যাচ্ছেন। সম্মেলনের তারিখ নির্ধারণ হওয়ার পর থেকেই ছাত্র ইউনিয়নের অভ্যন্তরে নতুন নেতৃত্ব নিয়ে আলাপ-আলোচনা শুরু হয়েছে। সংগঠনকে সুসংগঠিত এবং গতিশীল করে ছাত্রদের অধিকার আদায় এবং জাতীয় রাজনৈতিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম নেতৃত্ব দেখতে আগ্রহী সংগঠনের কর্মীরা।
জাতীয় নির্বাচন সামনে রেখে অনুষ্ঠিত হতে যাওয়া সম্মেলনে নেতৃত্বে আসতে চান এক ডজন নেতা। এরমধ্যে সভাপতি হিসেবে সংগঠনের বর্তমান সাধারণ সম্পাদক দীপক শীল, সাংগঠনিক সম্পাদক সুমাইয়া সেতু, বিদ্রোহী অংশের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাগীব নাঈম, দপ্তর সম্পাদক রাকিবুল রনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে জানা গেছে।
সাধারণ সম্পাদক পদে বেশ কয়েকজন প্রতিশ্রুতিশীল নেতৃবৃন্দের নাম উঠে এসেছে। সংগঠনের সহকারী সাধারণ সম্পাদক মাহির শাহরিয়ার রেজা, সদস্য আশজাদুল বোরহান তাহসিন, সদস্য এ্যানি সেন, বিদ্রোহী অংশের সদস্য জয় রায় সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে কর্মীদের ভেতর গুঞ্জন রয়েছে।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক পদে দপ্তর সম্পাদক রেজোয়ান হক মুক্ত, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক প্রিতম ফকির, বিদ্রোহী অংশের নেতা শিমুল কুম্ভকার প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন সংগঠনের সূত্রে জানা গেছে।
ছাত্র ইউনিয়নের ৪০তম সম্মেলন অনুষ্ঠিত হয় ২০২০ সালের নভেম্বরে। এবারের ৪১তম সম্মেলন অনুষ্ঠিত হবে ৯ থেকে ১১ ফেব্রুয়ারি।