26631

শাহজালাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির নির্বাচন ১৮ জানুয়ারি

শাহজালাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির নির্বাচন ১৮ জানুয়ারি

2023-01-10 08:19:39

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শিক্ষক সমিতির নির্বাচন আগামী ১৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

সোমবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় নির্বাচন কমিশনার ও পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগের অধ্যাপক ড. এম. ফরহাদ হাওলাদার এতথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, আগামী ১৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে শিক্ষক সমিতি নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন সূত্র জানায়, ৫৬০ জন শিক্ষকের মধ্যে বর্তমানে ৪২৪ জন বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছেন। বাকি ১৩৬ জন শিক্ষক ছুটিসহ অন্যান্য ছুটিতে আছেন।

 

নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকেল ৩টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই একই দিন বিকেল ৪টায়। প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ ১১ জানুয়ারি দুপুর ২টায়, মনোনয়নপত্র প্রত্যাহার ১২ জানুয়ারি দুপুর ১২টায় এবং একই দিন বিকেল ৪টায় চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।

এবারের নির্বাচনে প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান, গণিত বিভাগের অধ্যাপক ড. মাহবুবুর রশিদ, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের অধ্যাপক ড. এবিএম আবদুল মালেক, ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোহম্মদ শহিদুল হক এবং ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের অধ্যাপক ড. আহমদ সায়েম।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]