ধানমন্ডিতে ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
2023-01-10 22:26:14
রাজধানীর ধানমন্ডিতে নির্দিষ্ট আসনে বসাকে কেন্দ্র করে ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিন শিক্ষার্থী আহত হয়েছেন। তারা হলেন নাঈম (১৮), কাব্য (১৯), স্পন্দন বসু (১৯)।
মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুর ১টার দিকে ধানমন্ডি ১ নম্বর এলাকায় আড়ংয়ের সামনে এ ঘটনা ঘটে।
আহত অবস্থায় তিন শিক্ষার্থীকে উদ্ধার করে দুপুর আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন।
তাদের হাসপাতালে নিয়ে আসা আবুল কালাম আজাদ নামের এক ব্যক্তি জানান, আহত তিনজনই সিটি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, ধানমন্ডি-১ এলাকায় আড়ংয়ের সামনে ঢাকা সিটি কলেজ ও ঢাকা কলেজের ছাত্রদের মধ্যে সংঘর্ষের ঘটনায় সিটি কলেজের তিন শিক্ষার্থী আহত হয়ে জরুরি বিভাগে চিকিৎসাধীন।
তিনি জানান, এর মধ্যে আহত কাব্যের মাথায় আঘাত লাগায় তার অবস্থা গুরুতর বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। অন্য দুজনকে চিকিৎসা দিয়ে পর্যবেক্ষণে রাখা হয়েছে। আহত তিন শিক্ষার্থীই রাজধানীর যাত্রাবাড়ীর ধনিয়া এলাকায় থাকেন।