26695

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা: ঢাকা-চট্টগ্রামে মার্কিন দূতাবাসের ‘ইউনিভার্সিটি ফেয়ার’

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা: ঢাকা-চট্টগ্রামে মার্কিন দূতাবাসের ‘ইউনিভার্সিটি ফেয়ার’

2023-01-20 06:04:03

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য 'ইউনিভার্সিটি ফেয়ার' আয়োজন করছে মার্কিন দূতাবাস।

আগামী ২৯ জানুয়ারি চট্টগ্রামের র‌্যাডিসন ব্লু বে ভিউতে এবং ৩১ জানুয়ারি ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ মেলা অনুষ্ঠিত হবে।

দূতাবাসের এডুকেশন-ইউএসএ প্ল্যাটফর্ম এ মেলার আয়োজন করতে যাচ্ছে বলে আজ বৃহস্পতিবার ঢাকায় মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, মার্কিন দূতাবাস এডুকেশন-ইউএসএ প্ল্যাটফর্মের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে ঢাকায় ও চট্টগ্রামে এমন উচ্চশিক্ষা মেলা ও ট্যুরের আয়োজন করছে।

দূতাবাস চট্টগ্রামে এ ধরনের আয়োজন এবারই প্রথম করতে যাচ্ছে।

স্বত্বাধিকারী: তানভীর সিনহা
সম্পাদক: মো. খালেদ রায়হান
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
ঠিকানা: হাউজ ৬, রোড ১৪, সেক্টর ০৪, উত্তরা
যোগাযোগের নাম্বার: +৮৮০১৬৮৭২৮২৮২৬
ইমেইল: m.k.rayhan15@gmail.com