26741

ঢাবির কুয়েত মৈত্রী হলে অগ্নিকাণ্ড

ঢাবির কুয়েত মৈত্রী হলে অগ্নিকাণ্ড

2023-01-25 07:31:23

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রীদের আবাসিক হল বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে আগুনের ঘটনা ঘটেছে। তবে আগুন অল্প সময়ের মধ্যেই নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এতে হতাহত বা বড় কোনো ক্ষয়ক্ষতি না হলেও ছাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। তারা দ্রুত বাইরে বেরিয়ে আসেন।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে লাগা এই আগুনে প্রচুর ধোঁয়ার সৃষ্টি হয়। আবাসিক হলটির ছাত্রীরা এতে আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নেভায়।

ফায়ার সার্ভিসের সদর দফতরের রাকিবুল হাসান জানান, দুপুর ২টা ৩২ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়।সিঁড়িতে থাকা বৈদ্যুতিক বোর্ড থেকেই আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, আগুন লাগার পর সিঁড়িতে ধোঁয়া ছিল। নিচে নামা যাচ্ছিল না। অনেক ছাত্রী এসময় ছাদে অবস্থান নেন।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী। তিনি বলেন, দুর্ঘটনাবশত সিঁড়ির নিচে থাকা কিছু অব্যবহৃত জিনিসপত্রে আগুন লেগে যায়। ফায়ার সার্ভিসের সহযোগিতায় দ্রুত আগুন নিভিয়ে ফেলা হয়েছে। শিক্ষার্থীরা সবাই নিরাপদে আছে। জানমালের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]