26746

আন্তঃবিশ্ববিদ্যালয় হকি টুর্নামেন্টে ঢাবিকে হারিয়ে ফাইনালে কুবি

আন্তঃবিশ্ববিদ্যালয় হকি টুর্নামেন্টে ঢাবিকে হারিয়ে ফাইনালে কুবি

2023-01-25 09:15:22

আন্তঃবিশ্ববিদ্যালয় হকি টুর্নামেন্টে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) হকি টিমকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) হকি টিম।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ওই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

ম্যাচের প্রথম ঘণ্টায় ০-০ গোলে ড্র করে উভয় টিম। এরপর খেলা গড়ায় ট্রাইবেকারে। পরে ট্রাইবেকারে ৩-২ গোলে ঢাবির হকি টিমকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে কুবির হকি টিম।

ম্যাচের বিষয়ে কুবি হকি টিমের খেলোয়াড় ওয়াকিল আহমেদ বলেন, আজকে আমাদের টিম কম্বিনেশন খুবই ভালো ছিল। প্রত্যেকটা খেলোয়াড় আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছে। আশা করি, ফাইনালে আজকের মতো চেষ্টা করলে চ্যাম্পিয়ন হব।

এ বিষয়ে অনুভূতি ব্যক্ত করে কুবি হকি টিমের অধিনায়ক মো. এরশাদ হোসাইন বলেন, বিগত পাঁচ বছর কুমিল্লা বিশ্ববিদ্যালয় হকি টিম আন্তঃবিশ্ববিদ্যালয় হকি টুর্নামেন্টে অংশগ্রহণ করে আসছে। আজকে ঢাবিকে হারিয়ে আমরা ফাইনাল নিশ্চিত করেছি। কুবি হকি টিম অন্যবারের তুলনায় এইবার খুবই আশাবাদী। আমরা আশা করি, ফাইনালে চ্যাম্পিয়ন হয়ে কুবি পরিবারের মুখ উজ্জ্বল করব।

ফাইনাল নিশ্চিতের পর কুবি উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন উচ্ছ্বসিত কণ্ঠে ঢাকা মেইলকে বলেন, আমি খুবই আনন্দিত। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অ্যাকাডেমিক পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে এগিয়ে যাচ্ছে। ক্রীড়াঙ্গনে ইতোমধ্যে আমরা বরাদ্দ বাড়িয়েছি। হকিতে ফাইনাল ম্যাচে উত্তীর্ণ হওয়া বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের। আমি আশা করব আমাদের শিক্ষার্থীরা জাতীয় পর্যায়েও বিভিন্ন অর্জন নিয়ে আসবে।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]