26770

'বিএনপির কাছে মানুষের ভোটের চেয়ে মানুষের লাশ গুরুত্বপূর্ণ'

'বিএনপির কাছে মানুষের ভোটের চেয়ে মানুষের লাশ গুরুত্বপূর্ণ'

2023-01-28 20:55:15

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, আগামী নির্বাচনে উন্নয়নের মার্কা নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। আগামী দিনের উন্নত জীবনযাপনের নিশ্চয়তার জন্য শেখ হাসিনার কোনো বিকল্প নেই।

শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুরের কৃতি সন্তান তানভীর হাসান সৈকতকে এ সংবর্ধনা দেওয়া হয়। এ সময় সৈকতকে বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ সংবর্ধনার আয়োজোন করা হয়।

সাদ্দাম আরও বলেন, ৭০ সালের নির্বাচনে যেভাবে ছাত্র-জনতা এক হয়ে ছয় দফার পক্ষে রায় দিয়েছিল, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে একক ম্যানডেট দিয়ে আমাদের স্বাধীনতা দিয়েছিল, ঠিক একইভাবে আমাদেরও শপথ গ্রহণ করতে হবে- ২৪ সালের জানুয়ারির নির্বাচনে আমরা ছাত্রসমাজ ঐক্যবদ্ধভাবে স্মার্ট বাংলাদেশের পক্ষে রায় দেব। আর যারা জাতির পিতার হত্যাকারী, যারা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে ২১ বার হত্যা করতে চেয়েছিল তাদের বিষদাঁত আমাদের ভেঙে দিতে হবে। 

ছাত্রলীগ সভাপতি বলেন, বিএনপির কাছে বাংলার মানুষের ভোটের চেয়ে বাংলার মানুষের লাশ গুরুত্বপূর্ণ। তাদের কাছে বাংলাদেশের সংবিধানের চেয়ে বিদেশিদের প্রেসক্রিপশন গুরুত্বপূর্ণ। তাদের কাছে বাংলার জনগণের অর্থনৈতিক উন্নয়নের চেয়ে মানি লন্ডারিং করে বিদেশে টাকা পাঠানো গুরুত্বপূর্ণ। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুলেট-গ্রেনেড মোকাবিলা করে লড়াই সংগ্রাম করেছেন কৃষক-শ্রমিক, মেহনতি মানুষের ভাগ্য উন্নয়নের জন্য। শেখ হাসিনা রয়েছেন বাংলার মায়েদের জায়নামাজের প্রার্থনাতে। শেখ হাসিনা রয়েছেন বাংলার ছেলেদের রাজপথের লড়াইয়ে। শেখ হাসিনা রয়েছেন বাংলার মেয়েদের বিশ্ব বিজয় করার শপথের মধ্যে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত করে আমাদের শরীরের রক্ত-ঋণের প্রতি দায়বদ্ধ বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনার দুর্জয় ঘাঁটিতে পরিণত করবো। একই সঙ্গে আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন করবো।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুল পিংকু, সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন, লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান, সাবেক এমপি আবদুল্লাহ আল মামুন, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, কেন্দ্রীয় যুবলীগের উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক শামছুল ইসলাম পাটওয়ারী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, আওয়ামী লীগ নেতা রাসেল মাহমুদ মান্না ও নজরুল ইসলাম ভুলু প্রমুখ।

জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়ার সঞ্চালনায় এতে বিশেষ বক্তা ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল ইসলাম শয়ন।

 

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]