26783

তিন দিন ধরে গাছতলায় ক্লাস করছেন চবি শিক্ষার্থীরা

তিন দিন ধরে গাছতলায় ক্লাস করছেন চবি শিক্ষার্থীরা

2023-01-30 00:05:19

ঝুঁকিপূর্ণ ক্লাসরুম সংস্কার এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে তিন দিন যাবত গাছতলায় ক্লাস করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

চারুকলার তৃতীয় বর্ষের শিক্ষার্থী মেহেদী আলম সজীব বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের আশ্বস্ত করেছে এক সপ্তাহের মধ্যে কাজ শুরু করবে। কিন্তু চার কর্ম দিবস পেরিয়ে গেলেও এখনো তেমন কিছুই হয়নি। আমরা আরো দুই কর্ম দিবস অপেক্ষা করবো এবং গাছতলায় ক্লাস করবো। দৃশ্যমান কিছু না দেখলে পুনরায় আন্দোলনে ফিরে যাবো।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, শিক্ষামন্ত্রী চারুকলার সমস্যা নিয়ে আলোচনা করেছেন। শিক্ষা মন্ত্রণালয়ের দিকনির্দেশনা মোতাবেক চারুকলা ইনস্টিটিউটের সমস্যা সমাধান করা হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে ইঞ্জিনিয়ারকে চিঠি দেওয়া হয়েছে। তারা কাজ শুরু করবেন।

এর আগে, গত বছরের ২রা নভেম্বর ক্লাস চলাকালীন চারুকলার শ্রেণীকক্ষের ছাদের পলেস্তারা ভেঙে পড়ে। ওই দিন থেকে ২২ দফা দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। পরে, শিক্ষার্থীরা চবি উপাচার্য বরাবর চিঠি পাঠিয়ে নিজেদের দাবি তুলে ধরেন। আন্দোলনের ১০ দিনের মাথায় ১২ সদস্যদের একটি কমিটি গঠন করে চবি প্রশাসন। কিন্তু শিক্ষার্থীরা চারুকলা ইনস্টিটিউটকে ক্যাম্পাসে ফিরিয়ে আনার এক দাবিতে অনড় থেকে আন্দোলন অব্যাহত রাখে।

আন্দোলনের ৮১ দিনের মাথায় গত ২১ জানুয়ারি চারুকলায় আসেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। শহরের ক্যাম্পাসকে আধুনিকায়ন করার আশ্বাস দিয়ে শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানান শিক্ষামন্ত্রী। শিক্ষার্থীদের দাবির প্রতিও তারা সমর্থন জানান এবং তাদের দাবি পূরণে আশ্বাস দনে। কিন্তু, শিক্ষা মন্ত্রণালয় কিভাবে দাবি পূরণ করবে তা স্পষ্ট না করায় শিক্ষার্থীরা ক্লাসে ফিরতে অসম্মতি জানায়।

পরবর্তীতে, চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মুহাম্মদ ফখরুজ্জামান ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন চারুকলার শিক্ষক-শিক্ষার্থীদের সাথে বৈঠক করেন। তারা শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত করে ক্লাসে ফেরার তাগিদ দেন এবং চারুকলাকে মূল ক্যাম্পাসে ফিরিয়ে নিতে জেলা প্রশাসকের পক্ষ হতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হবে বলে আশ্বস্ত করেন। তাদের সাথে এ আলোচনার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সাত কর্ম দিবসের আল্টিমেটাম দিয়ে ক্লাসে ফিরেন চারুকলার। তবে তারা পুরাতন ঝুঁকিপূর্ণ ক্লাসরুম ছেড়ে টানা তিনদিন যাবত ইনস্টিটিউট প্রাঙ্গণে বসেই ক্লাস করছেন।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]