26797

আমেরিকান বিশ্ববিদ্যালয় মেলার উদ্বোধন করলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত

আমেরিকান বিশ্ববিদ্যালয় মেলার উদ্বোধন করলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত

2023-02-01 05:37:59

ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস বাংলাদেশী শিক্ষার্থীদের আমেরিকানবিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়ার তথ্য বিস্তারিতভাবে জানাতে এডুকেশনালপ্রোগ্রামস (ইডিপ্রোগ্রামস)-এর সাথে যৌথভাবে এই আমেরিকানবিশ্ববিদ্যালয় মেলা (ইউ.এস. ইউনিভার্সিটি ফেয়ার) আয়োজনক রেছে

আজ যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস যুক্তরাষ্ট্র পড়তে যেতে পারেন এমন সম্ভাব্য বাংলাদেশী শিক্ষার্থীআমেরিকান বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিদের নিয়ে আয়োজিত সবচেয়ে বড়ো "আমেরিকান বিশ্ববিদ্যালয় মেলা (ইউ.এস. ইউনিভার্সিটিফেয়ার)-এর উদ্বোধন করেন

যুক্তরাষ্ট্র দূতাবাস তাদের এডুকেশনইউএসএ প্ল্যাটফর্মের মাধ্যমে এডপ্রোগ্রামস সংস্থার সাথে অংশীদারিত্বের ভিত্তিতে এই মেলার আয়োজন করেঢাকার ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত এই মেলায় বাংলাদেশের বিভিন্ন এলাকাথেকে সা ,৫০০ এরও বেশি আগ্রহীরা অংশ নিয়েছেন

রাষ্ট্রদূত হাস আমেরিকান বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশী শিক্ষার্থীদের সাফল্যের প্রশংসা করে বলেন, আমরা বাংলাদেশিদের ক্রমবর্ধমান সংখ্যা দেখে রোমাঞ্চিত যারা তাদের সম্ভাবনা উন্নত করতে এবং তাদের আবেগ খুঁজে পেতে মার্কিন যুক্তরাষ্ট্রকে পড়াশোনা করতে বেছে নিয়েছে এই শিক্ষার্থীরা বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রে মূল্যবান অবদান রাখে

এছাড়াও তিনি যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়া বাংলাদেশী শিক্ষার্থীদের ক্রমবর্ধমান সংখ্যার বিষয়টি তুলে ধরে জানান যে, বর্তমানে যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বিদেশী শিক্ষার্থী প্রেরণকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান বিশ্বে ১৩তম।

এছাড়াও ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস এবারই প্রথমবারের মতো চট্টগ্রামে আমেরিকান বিশ্ববিদ্যালয় মেলার আয়োজন করেছিলএই মেলা চট্টগ্রামের রেডিসন ব্লু বে ভিউ হোটেলে ২৯ জানুয়ারি ২০২৩ তারিখে অনুষ্ঠিত হয়েছেমেলাতে আগত আমেরিকাতে পড়তে যেতে ইচ্ছুক একহাজারেরও বেশি বাংলাদেশী শিক্ষার্থী আমেরিকান বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিদের সাথে তাদের আগ্রহের বিষয় নিয়ে কথা বলেছেন এবং আমেরিকাতে পড়তে যাওয়ার জন্য তাদের করণীয়গুলো সম্পর্কেবিস্তারিত তথ্য জানতে পেরেছেন

ঢাকাচট্টগ্রামে অনুষ্ঠিত আমেরিকান বিশ্ববিদ্যালয় মেলা-য় আগতআমেরিকাতে স্নাতকস্নাতকোত্তর শ্রেণিতে পড়তে যেতে ইচ্ছুক সম্ভাব্যবাংলাদেশী শিক্ষার্থী, তাদের অভিভাবকশিক্ষা বিষয়ক পরামর্শকবৃন্দমেলায় উপস্থিত থাকা যুক্তরাষ্ট্রের ১২টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক প্রতিনিধিবৃন্দের সাথে আলোচনা করে প্রয়োজনীয় তথ্য জানার সুযোগ পেয়েছেনমেলাতে অংশগ্রহণকারী আমেরিকান বিশ্ববিদ্যালয়গুলো হলো:

১.কলোরাডো স্টেট ইউনিভার্সিটি

২.এমব্রি-রিডল স্টেট ইউনিভার্সিটি

৩.আইওয়া স্টেট ইউনিভার্সিটি

৪.কুইনিপিয়াক স্টেট ইউনিভার্সিটি

৫.স্টোনি ব্রুক ইউনিভার্সিটি

৬.ট্রাইন ইউনিভার্সিটি

৭.ইউনিভার্সিটি অফ অ্যারিজোনা

৮.ইউনিভার্সিটি অফ ডেলাওয়্যার

৯.ইউনিভার্সিটি অফ নিউ হ্যাভেন

১০.ইউনিভার্সিটি অফ সাউথ ডাকোটা

১১.র্লিংটনে অবস্থিত ইউনিভার্সিটি অফ টেক্সাস

১২.ওয়েস্টার্ন কেনটাকি ইউনিভার্সিটি

এছাড়াও মেলায় আগত দর্শনার্থীরা উচ্চতর শিক্ষা গ্রহণের জন্য আমেরিকাতে যাওয়ার আবেদন করার প্রক্রিয়া নিয়ে আয়োজিত অধিবেশনগুলো থেকে যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তাএডুকেশনইউএস-র পরামর্শকদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য জানতেপেরেছেন

২০২১-২০২২ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রবরাবরের মতো শীর্ষ গন্তব্যের দেশ ছিল গত এক দশকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশী শিক্ষার্থীর সংখ্যা তিনগুণেরও বেশি বেড়েছে। ২০১১-২০১২ শিক্ষাবর্ষে যেখানে আমেরিকাতে পড়তে যাওয়া বাংলাদেশী শিক্ষার্থী ছিল৩,৩১৪ জন সেটা বেড়ে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১০,৫৯৭ জন হয়েছে

এডুকেশনইউএসএ যুক্তরাষ্ট্র সরকারের স্টেট ডিপার্টমেন্টের শিক্ষা বিষয়কএকটি বৈশ্বিক নেটওয়ার্ক, যেখানে বিশ্বের ১৭৮টি দেশে২৫টিরও বেশি আন্তর্জাতিক শিক্ষার্থী পরামর্শ কেন্দ্র যুক্ত রয়েছেতারা বিশ্বব্যাপী শিক্ষার্থীদের কাছে যুক্তরাষ্ট্র সরকারের স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অধ্যয়ন করার সুযোগ সম্পর্কে তথ্য তুলে ধরার মাধ্যমে আমেরিকার উচ্চতর শিক্ষা প্রচার করেএডুকেশনইউএসএ সম্পর্কে আর তথ্যেরজন্য দেখুন: https://educationusa.state.gov/ এবংএডুকেশনইউএসএ-এর অফিসিয়াল ফেসবুক পেইজhttps://www.facebook.com/EdUSABangladesh/ অনুসরণ করুন

                                                                ---0---

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]