26925

ঢাবির পর কেমব্রিজ বিশ্ববিদ্যালয়েও একসঙ্গে আজহার-অর্নি

ঢাবির পর কেমব্রিজ বিশ্ববিদ্যালয়েও একসঙ্গে আজহার-অর্নি

2023-02-17 01:11:39

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ছিলেন মো. আজহার উদ্দিন ভূইয়া ও শাহরিমা তানজিন অর্নি। এখন একসঙ্গে পড়াশোনা করছেন যুক্তরাজ্যের বিখ্যাত কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে। দেশটির শেভেনিং ও কমনওয়েলথ স্কলারশিপ পেয়ে কেমব্রিজে পড়তে গেছেন তাঁরা।

বাংলাদেশে যুক্তরাজ্য দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, মো. আজহার উদ্দিন ভূইয়া ও শাহরিমা তানজিন অর্নি মাস্টার অব ল’ (এলএলএম) ডিগ্রি পড়ার সুযোগ পেয়েছেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে।

তারা একজন অত্যন্ত সম্মানজন শেভেনিং স্কলারশিপ ও অপরজন কমনওয়েলথ স্কলারশিপে পড়ার সুযোগ পেয়েছেন। যুক্তরাজ্যে পড়াশোনা করার সময়ে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।

এ তথ্য শেয়ার করে শাহরিয়া ফেসবুকে লিখেছেন, ‘মহাজাগতিক গতিসীমা কিংবা কাব্যিক স্রোত ভুলে ফিরে আসি ফের তোমাতেই, পার্থিব বাস্তবে।’ আজহার উদ্দিন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিউপি) প্রভাষক হিসেবে কর্মরত রয়েছেন।

রাজশাহী মেডিকেল কলেজে (ডেন্টাল ইউনিট) চান্স পেয়েও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগে ভর্তি হওয়া শাহরিমা তানজিনা অর্নি একাডেমিক ফলাফলেও ছিলেন সেরা। বিভাগ থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট পেয়ে স্নাতক উত্তীর্ণ হন।

ছাত্র রাজনীতিতেও বেশ সক্রিয় ছিলেন অর্নি। যাতায়াত ছিল বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনেও। ডাকসুর আন্তর্জাতিক সম্পাদকের দায়িত্বে ছিলেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপ-আন্তর্জাতিক সম্পাদকের দায়িত্বও পালন করেছেন।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]