26957

চবিতে নতুন আরও ২ বিভাগ চালুর সুপারিশ

চবিতে নতুন আরও ২ বিভাগ চালুর সুপারিশ

2023-02-21 05:15:26

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) কুরআনিক সায়েন্স অ্যান্ড ইসলামিক স্টাডিজ ও প্রত্নতত্ত্ব নামের নতুন আরও দু’টি বিভাগ চালুর সুপারিশ করা হয়েছে। বিভাগ দু’টি চালু করতে একাডেমিক কমিটি এবং ফ্যাকাল্টি কমিটি সুপারিশ করেছে।

সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুল হক বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, কুরআনিক সায়েন্স অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ চালুর জন্য সুপারিশ করেছে আরবি বিভাগের একাডেমিক কমিটি এবং প্রত্নতত্ত্ব বিভাগ চালুর জন্য সুপারিশ করেছে ইতিহাস বিভাগের একাডেমিক কমিটি।

কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুল হক বলেন, কুরআনিক সায়েন্স অ্যান্ড ইসলামিক স্টাডিজ ও প্রত্নতত্ত্ব নামের নতুন দু’টি বিভাগ চালু করতে একাডেমিক কমিটি ও ফ্যাকাল্টি কমিটি সুপারিশ করেছে। এরপর এটা বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিলে পাশ হয়ে ডিন কমিটিতে যাবে। ডিন কমিটিতে পাশ হওয়ার পর যাবে ইউজিসিতে। ওখানে পাশ হলে তারপর বিভাগ দু'টির কার্যক্রম শুরু হবে।

উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৯টি অনুষদের অধীনে বর্তমানে ৫২টি বিভাগ চালু রয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট (সিআইইটি) রয়েছে, যা চট্টগ্রাম শহরে অবস্থিত। এছাড়া কলা ও মানববিদ্যা অনুষদের অধীনে রয়েছে ১২টি বিভাগ ও ৩টি ইনস্টিটিউট। ঢাকা মেইল

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]