26970

শাবিপ্রবির ইংরেজি বিভাগের আন্তর্জাতিক সম্মেলন শুক্রবার

শাবিপ্রবির ইংরেজি বিভাগের আন্তর্জাতিক সম্মেলন শুক্রবার

2023-02-23 02:54:04

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের আয়োজনে ‘রিফুজি, রেসিসটেন্স অ্যান্ড রিকগনিশন: গ্লোবাল লিটারেরি রিপ্রেজেন্টেশনস ইন (পোস্ট) পোস্ট-কলোনিয়াল পারস্পেক্টিভ’ শীর্ষক দুদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হচ্ছে ২৪ ফেব্রুয়ারি। চলবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত।

বুধবার (২২ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন সম্মেলনের আহ্বায়ক বিভাগের প্রধান অধ্যাপক ড. হোসেন আল মামুন। সম্মেলনের সদস্য সচিব হিসেবে আছেন বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইশরাত ইবনে ইসমাইল।

সম্মেলনের প্রথম দিন সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ সম্মেলনের উদ্বোধন হবে। এরপর সকাল সাড়ে ১০টা থেকে শুরু হবে সম্মেলনের মূল পর্ব। এবারের সম্মেলনে মোট ৯টি দেশের ১০৭ জন উপস্থাপক ৯৫টি পেপার উপস্থাপন করবেন। এতে চারটি কি-নোট স্পিচ থাকবে।

কি-নোট স্পিকার হিসেবে আছেন কানাডার ওয়েস্টার্ন ইউনিভার্সিটির আর্টস অ্যান্ড হিউমেনিটিস অনুষদের সহযোগী ডিন (রিসার্চ) ও ইংলিশ অ্যান্ড রাইটিং স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. নন্দি ভাটিয়া, কানাডার ব্রিটিশ কলম্বিয়ার ইউনিভার্সিটি অব ফ্র্যাসার ভ্যালির ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. প্রভজোট পারমার, কানাডার আলবার্টার ইউনিভার্সিটি অব আলবার্টার ইংরেজি অ্যান্ড ফিল্ম স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. লুইস হেরিংটন এবং ভারতের খরগপুরের ইন্ডিয়ান ইন্সটিটিউট অব টেকনোলজির হিউমেনিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. অঞ্জলী গেরা রায়।

সম্মেলনে মোট চারটি প্যারালাল সেশন অনুষ্ঠিত হবে। এ সেশনগুলো বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন- ই এর ৪১৯, ৪২২, ৪২৪, ৪২৬ এবং ৪২৮ নাম্বার কক্ষে অনুষ্ঠিত হবে। এ সেশনগুলোতে থাকবেন বিভাগের শিক্ষকরা।

পরদিন বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সম্মেলনের সমাপনী অনুষ্ঠিত হবে।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]