27050

বাংলাদেশের শিক্ষকদের বৃত্তি দেবে মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়

বাংলাদেশের শিক্ষকদের বৃত্তি দেবে মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়

2023-03-05 20:50:42

দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামে ১০টি বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জিয়ামেন ইউনিভার্সিটি মালয়েশিয়া।

সম্প্রতি ইউজিসির সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দের সঙ্গে বিশ্ববিদ্যালয়টির প্রেসিডেন্ট অধ্যাপক ওয়াং রুইফাংয়ের বৈঠকে বিষয়টি জানানো হয়েছে। ওয়াং রুইফাংয়ের নেতৃত্বে ইউনিভার্সিটির চার সদস্যের প্রতিনিধি দল ইউজিসিতে অনুষ্ঠিত সভায় অংশ নেয়।

রুইফাং বলেন, দেশের মেরিটাইম, মেরিন টেকনোলজি, ডিপ লার্নিং, এআই, সাইবার সিকিউরিটি ও মেকাট্রনিক্স বিষয়ে বৃত্তি দেওয়া হবে।

সভায় ছিলেন ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান, গবেষণা সহায়তা ও প্রকাশনা পরিচালক ড. ফখরুল ইসলাম।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]