27095

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় তিতুমীর কলেজের শিক্ষার্থীদের উপর হামলা

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় তিতুমীর কলেজের শিক্ষার্থীদের উপর হামলা

2023-03-12 05:34:45

পানাম নগরে ঘুরতে গিয়ে স্থানীয় কয়েকজন যুবকের হাতে হামলা ও হেনস্থার শিকার হয়েছে রাজধানীর সরকারি তিতুমীর কলেজের একদল শিক্ষার্থী।

শনিবার (১১ ই মার্চ) এই ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা। এতে ৬০ জন আহতের খবর পাওয়া গিয়েছে, যার মধ্যে ৬জনের অবস্থা আশংকাজনক।

ভুক্তভোগী শিক্ষার্থীরা বলেন, পানাম নগরে ঘুরতে যেয়ে স্থানীয় ছেলেরা আমাদের নারী সহপাঠীদের উত্ত্যেক্ত করে। পরে আমরা প্রতিবাদ করি এবং এক পর্যায়ে কথা কাটাকাটি হয়ে বিষয়টি সাময়িকভাবে সেখানেই শেষ হয়ে যায়। তারপর ফেরার পথে আমাদের বাস ছাড়ার আগমুহূর্তে উত্ত্যেক্তকারীরা এসে আমাদের গায়ে হাত তোলে এবং বাস ভাঙচুর করে। বাস ভাঙচুরের কারণে বাসের জানালার কাচের টুকরো লেগে আমাদের অনেক সহপাঠী আহত হয় এবং বেশ কয়েকজন শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক। আশঙ্কাজনক শিক্ষার্থীদের এম্বুলেন্সে করে ঢাকা পাঠানো হয়েছে।

শিক্ষার্থীরা আরও বলেন, যখন আমাদের বাসে হামলা হয় তখন আমরা কয়েকজন ৯৯৯ এ কল দেই। ভাঙচুর শেষে পুলিশ আসার পর বিস্তারিত বলি। সবকিছু শোনার পর বিস্তারিত খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমাদের আশ্বাস দেওয়া হয়।

এ বিষয়ে সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ রহমান বলেন, শিক্ষার্থীরা ফোন নিয়ে অভিযোগ করার পর সঙ্গে সঙ্গে আমরা পুলিশ পাঠিয়েছি। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। অধিকাংশ শিক্ষার্থীদের ঢাকা পাঠানো হয়েছে এবং বেশ কয়েকজন শিক্ষার্থীকে আমাদের সঙ্গে রেখেছি মামলার এজাহারের জন্য। অভিযুক্তদের শনাক্ত করে শিঘ্রই ব্যবস্থা করা হবে। 

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]