বশেমুরবিপ্রবি রিসার্চ সেন্টারের পরিচালক মুহাম্মদ মিনারুল ইসলাম
2023-03-16 15:19:43
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) রিসার্চ সেন্টারের পরিচালক হিসাবে নিয়োগ পেয়েছেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ মিনারুল ইসলাম।
মঙ্গলবার (১৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. দলিলুর রহমান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেন্টার এর গবেষণা কর্মকান্ড সঠিকভাবে পরিচালনার নিমিত্তে অত্র বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ মিনারুল ইসলামকে পরিচালক (অনারারি) হিসেবে নিযুক্ত করা হলো। তিনি তার বিভাগের দায়িত্বের পাশাপাশি এ দায়িত্ব পালন করবেন। এ আদেশ পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।