27206

আমরা পেছনে ফিরে যাবো না: শিক্ষামন্ত্রী

আমরা পেছনে ফিরে যাবো না: শিক্ষামন্ত্রী

2023-03-28 02:22:51

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, পাঠ্যবই নিয়ে যতই বিতর্ক উঠুক আমরা পেছনে ফিরে যাবো না, সামনে যাবো। দুইশ’ বছর ধরে আমরা প্রশ্ন ও উত্তর প্রদান নির্ভর শিক্ষা ব্যবস্থায় অভ্যস্ত হয়েছিলাম। এজন্য মুখস্ত বিদ্যার প্রচলন হয়েছে। মুখস্ত বিদ্যা মনে থাকে না।

সোমবার (২৭ মার্চ) নতুন শিক্ষাক্রমের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির পাঠ্যপুস্তক পরিমার্জনে লেখকদের নিয়ে পাঁচ দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আশুলিয়ার ব্রাক সিডিএম সেন্টারে কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালা চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত।

ডা. দীপু মনি বলেন, ‘আমাদের শিক্ষাকে অনন্দময় করা, শিক্ষার্থীদের ভাবতে শেখানো, বিশ্লেষণ করতে শেখানো– সবাই মিলে নতুন শিক্ষাক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের এসব শেখানো হবে। শিক্ষার্থীরা এই ব্যবস্থায় খুব খুশি, শিক্ষকদের একটা বড় সংখ্যা খুশি। কেউ কেউ বিরোধিতার জন্য বিরোধিতা করছে। এরমধ্যে বিরোধী রাজনৈতিক দল, কিছু ধর্মীয় দল, কোচিং ব্যবসায় জড়িত, নোট বই, গাইড বই ব্যবসায় জড়িত এবং কিছু শিক্ষক যারা কোচিং করায় তারা নিজেদের স্বার্থহানির আশঙ্কায় এই কারিকুলামের বিরোধিতা করছে।’

বৈঠকে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন। অন্যানের মধ্যে আরও ছিলেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ফাহাদুল ইসলাম, ড. মুহম্মদ জাফর ইকবাল, আবুল মোমেন, ড. স্বরোচিষ সরকার, ড. নারায়ণ চন্দ্র বিশ্বাসসহ সংশ্লিষ্ট লেখকরা।

উল্লেখ্য কর্মশালায় ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বইয়ের পরিমার্জনের কাজ করা হবে।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]