27308

ডেন্টালে ভর্তি পরীক্ষার আবেদন শেষ হচ্ছে আজ

ডেন্টালে ভর্তি পরীক্ষার আবেদন শেষ হচ্ছে আজ

2023-04-08 17:33:51

দেশের সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজের (বিডিএস) ২০২২-২৩ সেশনের প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার আবেদন শেষ হচ্ছে আজ শনিবার। এদিন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে ভর্তি আবেদন করা যাবে।

জানা গেছে, গত ২৮ মার্চ সকাল ১০টা থেকে অনলাইনে বিডিএস ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়। অনলাইনে আবেদনের শেষ তারিখ ৮ এপ্রিল (শনিবার) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। ফি জমাদানের শেষ তারিখ ৯ এপ্রিল (রবিবার) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

আবেদনকৃত শিক্ষার্থীরা ৩০ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৫ মে (শুক্রবার) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত।

জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক (চিকিৎসা শিক্ষা) ডা. মুজতাহিদ মুহাম্মদ হোসেন গতকাল শুক্রবার জানান, ডেন্টালের ভর্তি আবেদনের সময় বাড়ানোর পরিকল্পনা আমাদের নেই। নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]