27313

রাবির প্রাথমিক আবেদনের ফল প্রকাশ, চূড়ান্ত আবেদন শুরু রোববার

রাবির প্রাথমিক আবেদনের ফল প্রকাশ, চূড়ান্ত আবেদন শুরু রোববার

2023-04-09 05:06:05

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনের ফল প্রকাশিত হয়েছে। নির্বাচিত ভর্তিচ্ছুরা আগামীকাল রোববার (০৯ এপ্রিল) দুপুর ১২টা থেকে চূড়ান্ত আবেদন করতে পারবেন। আবেদন চলবে ১৫ এপ্রিল (রোববার) রাত ১২টা পর্যন্ত।

শনিবার (০৮ এপ্রিল) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক বিমল কুমার প্রামানিক বিষয়টি নিশ্চিত করেছেন।

বিমল কুমার প্রামানিক জানান, এবারের ভর্তি পরীক্ষায় প্রাথমিক আবেদনকারীদের মধ্য থেকে এইচএসসি বা সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি ইউনিটে সর্বোচ্চ ৭২ হাজার পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পাবে।

তিনি জানান, এ ইউনিটে (মানবিক) আবেদনের জন্য বিজ্ঞান শাখা থেকে ন্যূনতম জিপিএ-৫.০০, মানবিক শাখা থেকে জিপিএ-৪.৫৮ ও ব্যবসায় শিক্ষা শাখা থেকে জিপিএ-৫ থাকতে হবে।

বি ইউনিটে (ব্যবসায় শিক্ষা) আবেদনের জন্য মানবিক শাখা থেকে ন্যূনতম জিপিএ-৫, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখায় সবাই আবেদন করতে পারবেন।

সি ইউনিটে (বিজ্ঞান) বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শাখা তিনটি শাখায় ন্যূনতম জিপিএ-৫.০০ থাকতে হবে।

আইসিটি সেন্টারের পরিচালক আরও জানান, চারটি পর্যায়ে চূড়ান্ত আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। প্রাথমিক আবেদনে নির্বাচিত শিক্ষার্থীরা প্রথম পর্যায়ে রোববার (৯ এপ্রিল) দুপুর ১২টা থেকে চূড়ান্ত আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া চলবে ১৫ এপ্রিল রাত ১২টা পর্যন্ত।

প্রতি ইউনিটে শিক্ষার্থী সংখ্যা ৭২ হাজার পূর্ণ না হলে দ্বিতীয় পর্যায়ে নতুন তালিকা প্রকাশ করা হবে। এ তালিকায় থাকা শিক্ষার্থীদের ১৭ থেকে ১৯ এপ্রিলের মধ্যে আবেদন করতে হবে। এ পর্যায়েও শিক্ষার্থী সংখ্যা অপূর্ণ থাকলে তৃতীয় পর্যায়ে শিক্ষার্থীর তালিকা প্রকাশ করা হবে। তারা আগামী ২৬ থেকে ২৯ এপ্রিলের মধ্যে আবেদন করার সুযোগ পাবেন। সর্বশেষ চতুর্থ দফায় ১ ও ২ মে চূড়ান্ত আবেদন করতে পারবে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

চূড়ান্তভাবে ‘এ’ ও ‘সি’ ইউনিটের জন্য ১ হাজার ৩২০ টাকা (চার্জসহ) ফি এবং ‘বি’ ইউনিটে ১ হাজার ১০০ টাকা দিয়ে আবেদন করতে হবে ভর্তিচ্ছুদের।

এর আগে গত ১৫ মার্চ ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু হয়ে ২৭ মার্চ শেষ হয়। তিনটি ইউনিটে মোট আবেদন জমা পড়ে ৪ লাখ ১ হাজার ৪১৪টি। এর মধ্যে ‘এ’ ইউনিটে ১ লাখ ৪৮ হাজার ৬১০টি, ‘বি’ ইউনিটে ৯৮ হাজার ৬৪৪টি এবং ‘সি’ ইউনিটে ১ লাখ ৯৪ হাজার ১৬০টি আবেদন পড়েছে। তবে স্বতন্ত্র আবেদন জমা পড়েছে ২ লাখ ১৯ হাজার ২৭৩টি।

প্রসঙ্গত, আগামী ২৯ মে বিজ্ঞান ‘সি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এবারের ভর্তি পরীক্ষা। ৩০ মে মানবিক ‘এ’ ইউনিট এবং ৩১ মে বাণিজ্য ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শেষ হবে। বহুনির্বাচনী পদ্ধতিতে ১০০ নম্বরে ভর্তি পরীক্ষায় ৮০টি প্রশ্ন থাকবে। সময় ১ ঘণ্টা। প্রতি চারটি ভুল উত্তরের জন্য এক নম্বর কাটা যাবে। এছাড়াও ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.admission.ru.ac.bd) পাওয়া যাবে।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]