27320

বিকেল ৫টার মধ্যে আলিয়ার হল খালি করার নির্দেশ

বিকেল ৫টার মধ্যে আলিয়ার হল খালি করার নির্দেশ

2023-04-10 22:37:36

রাজধানীর বকশিবাজারের সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার দুটি হল বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীদের আজ বিকেল ৫টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (১০ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মুহাম্মাদ আবদুর রশীদ।

ইতোমধ্যে বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও আল্লামা কাশগরী ও শহীদ ইবরাহীম হলের হল সুপার জাহাঙ্গীর আলমের সই করা নোটিশে হল বন্ধের ঘোষণা দিয়ে নোটিশ জারি করেছে মাদ্রাসা প্রশাসন।

নোটিশে বলা হয়েছে, আল্লামা কাশগরী (রহ.) হল ও শহিদ ইব্রাহীম হলের আবাসিক ছাত্রদের জানানো যাচ্ছে যে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ১০ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত হল বন্ধ থাকবে। ১৪ মে সকাল ১০টায় হল খুলে দেওয়া হবে। বৈধ কার্ডধারী শিক্ষার্থীরা কার্ড দেখিয়ে হলে প্রবেশ ও অবস্থান করতে পারবেন।

এতে আরও বলা হয়, ১০ এপ্রিল বিকেল ৫টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হলো। নির্ধারিত তারিখ ও সময়ের মধ্যে হল ত্যাগ না করলে আইনশৃঙ্খলা বাহিনী আইনানুগ নিলে মাদ্রাসা কর্তৃপক্ষ কোনো প্রকার দায়ী থাকবে না।

এর আগে, গতকাল (রোববার) দিবাগত রাত ২টার দিকে সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার দুটি আবাসিক হলে রেইড দেয় পুলিশ।

জানা গেছে, মাদ্রাসার আল্লামা কাশগরী হল ও শহীদ ইবরাহীম হলের প্রতিটি কক্ষে তল্লাশি চালানো হয়। এসময় দুইজনকে আটকের ঘটনাও ঘটে।

আটকরা হলেন- আল্লামা কাশগরী হলের ১১১ নম্বর কক্ষের বাপ্পি ও ৩৬৮ নম্বর কক্ষের আজিজ। এর মধ্যে আটক হওয়া বাপ্পি বহিরাগত বলেও জানা গেছে।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]