27367

মাস্টার্সে স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়া, যেভাবে আবেদন করবেন

মাস্টার্সে স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়া, যেভাবে আবেদন করবেন

2023-04-18 14:32:47

উচ্চশিক্ষার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে অন্যতম পছন্দের গন্তব্য অস্ট্রেলিয়া। দেশটিতে বর্তমানে বিপুল সংখ্যক শিক্ষার্থী পড়ালেখা করছেন। অস্ট্রেলিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের নানা বিষয়ে পড়ার সুযোগ আছে, রয়েছে নানা ধরনের বৃত্তি। সম্প্রতি অস্ট্রেলিয়া সরকারের অর্থায়নে ‘অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ড স্কলারশিপের’ জন্য আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১ মে পর্যন্ত।

অস্ট্রেলিয়ান অ্যাওয়ার্ড বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা বিভিন্ন সুযোগ-সুবিধা পান। টিউশন ফি, যাতায়াত খরচ, এককালীন ভাতা, মাসিক জীবনযাত্রা ভাতা, স্বাস্থ্যবীমা সুবিধাসহ সবই বৃত্তির আওতাভুক্ত।

এ বৃত্তির জন্য ক্যাডার অফিসার, সেন্ট্রাল ব্যাংকের অফিসার, জুডিশিয়াল অফিসার, এনজিও কর্মকর্তা, বিভিন্ন বেসরকারি সংস্থার উদ্যোক্তা বা চাকুরে, গবেষণা সংস্থা, গণমাধ্যমকর্মীদের আবেদন করতে উৎসাহ দেয়া হয়। বিজ্ঞপ্তিতে কয়েকটি নির্দিষ্ট বিষয় দেয়া থাকে, সেসব বিষয়েই আবেদন করা যায়। আইইএলটিএস স্কোরের ক্ষেত্রে পুরুষদের জন্য গড়ে ৬.৫ ও নারীদের জন্য ৬.০ গ্রহণ করা হয়।

আগ্রহীদের তাদের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অনুমতিক্রমে অনলাইনে আবেদন করতে হবে।
 
 
অনলাইনে আবেদনের লিংক: australiaawardssouthasiamongolia.org
 
বৃত্তিটি আপনার জন্য প্রযোজ্য কি না চেক করতে: Eligibility Check
 
আবেদনের প্রক্রিয়া সম্পর্কে জানতে: How To Apply
 
বৃত্তি সম্পর্কে আরও জানতে ফোন অথবা ই-মেইল করুন: +8809611699934, +8801730338495, [email protected]
 
সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন
সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]