27369

জার্মানির ডাড স্কলারশিপ, আবেদন করুন এখনই

জার্মানির ডাড স্কলারশিপ, আবেদন করুন এখনই

2023-04-18 14:37:23

জার্মানিকে বলা হয় গবেষণার তীর্থস্থান। দেশটির অন্যতম সম্মানজনক বৃত্তি হলো ডাড স্কলারশিপ। স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামের জন্য এই স্কলারশিপ প্রদান করা হয়ে থাকে। এই স্কলারশিপে আপনি ১০ থকে ১৪ মাস মেয়াদি স্নাতকোত্তর বা পিএইচডি করতে পারবেন। The Germany Academic Exchange Service যাকে সংক্ষেপে বলা হয় ডাড স্কলারশিপ।

যেসব বিষয়ে আবেদন করতে পারবেন

ইকোনমিকস
বিজনেস স্টাডিজ
পলিটিক্যাল ইকোনমিকস
ডেভেলপমেন্ট করপোরেশন
প্রকৌশল-সংক্রান্ত বিজ্ঞান
ম্যাথমেটিকস
রিজিওনাল অ্যান্ড আরবান প্ল্যানিং
অ্যাগ্রিকালচার অ্যান্ড ফরেস্ট সায়েন্স
ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স
মেডিসিন অ্যান্ড পাবলিক হেলথ
সোশ্যাল সায়েন্সেস
এডুকেশন অ্যান্ড ল
মিডিয়া স্টাডিজ
সুযোগ-সুবিধা

টিউশন ও পরীক্ষার ফি মওকুফ।
মাসিক ভাতা পিএইচডি করার জন্য ১ হাজার ২০০ ইউরো, স্নাতকোত্তরের জন্য ৯৩৪ ইউরো।
বিমান ভাড়া।
স্বাস্থ্যবিমা, বাড়ি ভাড়া এবং পরিবারের সদস্যদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা।
আবেদনের যোগ্যতা

ন্যূনতম বিএসসি ডিগ্রি থাকতে হবে।
২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
আইইএলটিএস স্কোর ন্যূনতম ৬.৫ থাকতে হবে।
প্রার্থীকে উন্নয়নশীল দেশের হতে হবে।
স্টাডি গ্যাপ ৬ বছরের কম থাকতে হবে।
সিজিপিএ ন্যূনতম ২.৭৫ থাকতে হবে। আর পিএইচডি গবেষণার জন্য ৩.০০ সিজিপিএ থাকা বাধ্যতামূলক।
জার্মান ভাষার জন্য বি-১ লেভেলের প্রশংসাপত্র প্রয়োজন; যা আপনাকে আবেদনের সময় তাদের দেখাতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র

অনলাইন আবেদন ফরম।
পাসপোর্ট।
জাতীয় পরিচয়পত্র।
ইউরোপাস অনলাইন ফরম্যাটের সিভি।
সব একাডেমিক সার্টিফিকেট।
সব একাডেমিক মার্কশিট।
মোটিভেশন লেটার, সাইন ও সিলসহ দুটি রিকোমেন্ডেশন লেটার।
আইইএলটিএস স্কোর।
কাজের অভিজ্ঞতা সার্টিফিকেট।
অফার লেটার।
পাবলিকেশনের কপি (যদি থাকে)।
স্কুল লিভিং সার্টিফিকেট (এসএসসি পরীক্ষার সনদ)।

আবেদনের প্রক্রিয়া ও সময়সীমা

  • আপনাকে প্রথমে ডাড স্কলারশিপের আওতাভুক্ত কোর্স থেকে কোর্স নির্বাচন করে আপনার পছন্দ অনুযায়ী বিশ্ববিদ্যালয় বাছাই করে আবেদন করতে হবে। আপনি সর্বোচ্চ তিনটি কোর্সে আবেদন করার সুযোগ পাবেন। এরপর বিশ্ববিদ্যালয় তাদের শিক্ষার্থীদের নির্বাচন করবে এবং আপনি যদি নির্বাচিত হন তাহলে তারাই আপনাকে ডাড স্কলারশিপে আবেদন করতে বলবে।
  • এরপর আপনাকে এই লিংকের মাধ্যমে আবেদন সম্পূর্ণ করতে হবে। ডাড (DAAD) স্কলারশিপের বিভিন্ন ফিল্ডের বিভিন্ন সাবজেক্টের আবেদনের সময়সীমা ভিন্ন ভিন্ন হয়ে থাকে।
  • আপনাকে ডাডের অফিশিয়াল ওয়েবসাইট থেকে বিস্তারিত সব তথ্য জেনে আবেদন করতে হবে। 
    ডাডের অফিশিয়াল ওয়েবসাইট
সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]