27607

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ

2023-05-28 05:22:00

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

শনিবার (২৭ মে) রাত সোয়া ৮ টায় ফলাফল প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল। ভর্তি পরীক্ষার অফিসিয়াল ওয়েবসাইট ও বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেইসবুক পেইজে ফলাফল দেখা যাচ্ছে।

এবারের ‘ডি’ ইউনিটের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ৩৯ হাজার ৭৭০জন। এর মধ্য থেকে পাশ করেছেন ১৩ হাজার ৩৫৫ জন। বাকি ২৬ হাজার ৭১৩ জন শিক্ষার্থী পাশ করতে পারেননি।

‘ডি’ ইউনিট ভর্তি কমিটির সমন্বয়ক ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ এসব তথ্য নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, গত ২২ ও ২৩ মে সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়। ১০০ নম্বরের বহুনির্বাচনি পদ্ধতিতে পরীক্ষা হয়। জিপিএর ওপর যোগ করা হয় আরও ২০ নম্বর। মোট ১২০ নম্বরের ওপর ফলাফল তৈরি করা হয়। প্রতিটি ভুল নম্বরের জন্য কাটা হয় দশমিক ২৫ নম্বর। দ্বিতীয় বার পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের ক্ষেত্রে মোট নম্বর থেকে ৫ নম্বর কেটে নেওয়া হয়।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]