27632

শিক্ষক সমিতির সভাপতিই হলেন বেরোবির নতুন প্রক্টর

শিক্ষক সমিতির সভাপতিই হলেন বেরোবির নতুন প্রক্টর

2023-06-01 14:29:47

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শরিফুল ইসলাম।

বুধবার (৩১ মে) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদের নির্দেশে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক চিঠিতে অধ্যাপক শরিফুল ইসলামকে প্রক্টরের দায়িত্ব প্রদান করা হলো। এই নিয়োগ আদেশ ০১ জুন, ২০২৩ তারিখ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

শরিফুল ইসলাম একাধারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনের দায়িত্ব পালন করছেন।

এছাড়া রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম এবং ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ইউসুফ সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন।

বেরোবি উপাচার্যের নির্দেশে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত চিঠিতে তাদের এই পদে দায়িত্ব প্রদান করা হয়। সহকারী প্রক্টর হিসেবে তাদের এই নিয়োগ আদেশ ০১ জুন, ২০২৩ তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য বলবৎ থাকবে।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]