27676

ঢাকা কলেজ ছাত্রকে মারধর, মালঞ্চ পরিবহনের ২ বাস আটক

ঢাকা কলেজ ছাত্রকে মারধর, মালঞ্চ পরিবহনের ২ বাস আটক

2023-06-06 20:10:03

হাফ ভাড়া নিয়ে তর্কের জেরে ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে মালঞ্চ পরিবহনের বিরুদ্ধে। এ ঘটনায় পরিবহনটির দুটি বাস আটক করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৬ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। মারধরের শিকার শিক্ষার্থীর নাম সজীব আহমেদ জয়। তিনি ঢাকা কলেজের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

আটক বাস দুটি হলো– মালঞ্চ পরিবহনের ঢাকা মেট্রো-ব ১৫-৫৭৪৫ ও ঢাকা মেট্রো-ব ১৫-৬৭১০ নম্বরের গাড়ি।

স্বত্বাধিকারী: তানভীর সিনহা
সম্পাদক: মো. খালেদ রায়হান
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
ঠিকানা: হাউজ ৬, রোড ১৪, সেক্টর ০৪, উত্তরা
যোগাযোগের নাম্বার: +৮৮০১৬৮৭২৮২৮২৬
ইমেইল: m.k.rayhan15@gmail.com