27686

আরও এক বছর জবির রেজিস্ট্রার থাকছেন ওহিদুজ্জামান

আরও এক বছর জবির রেজিস্ট্রার থাকছেন ওহিদুজ্জামান

2023-06-08 04:36:49

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামানকে আরও এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। অবসরোত্তর ছুটি ও সংশ্লিষ্ট সুবিধা স্থগিতের শর্তে আগামী ১৪ জুন থেকে তার নতুন নিয়োগ কার্যকর হবে।

বুধবার (৭ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতরের সংস্থাপন শাখার এক প্রজ্ঞাপনে নতুন নিয়োগের বিষয়টি জানানো হয়েছে।

এতে আরও বলা হয়েছে, অর্থ মন্ত্রণালয়ের ২০১৬ সালের ২৬ জানুয়ারির প্রজ্ঞাপন অনুযায়ী তার মাসিক বেতন নির্ধারিত হবে এবং বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতা ও সুবিধা প্রাপ্য হবেন।

উল্লেখ্য, ২০০৯ সালের ১৫ অক্টোবর প্রকৌশলী মো. ওহিদুজ্জামান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার পদে যোগ দেন। আগামী ১৩ জুন তার অবসরে যাওয়ার কথা ছিল। তবে নতুন চুক্তিভিত্তিক নিয়োগের ফলে তার অবসর নেওয়ার সময় আরও ১ বছর পেছাল।

স্বত্বাধিকারী: তানভীর সিনহা
সম্পাদক: মো. খালেদ রায়হান
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
ঠিকানা: হাউজ ৬, রোড ১৪, সেক্টর ০৪, উত্তরা
যোগাযোগের নাম্বার: +৮৮০১৬৮৭২৮২৮২৬
ইমেইল: m.k.rayhan15@gmail.com