27698

গাছ লাগালেই অ্যাসাইনমেন্ট নম্বর পাবেন জবি শিক্ষার্থীরা

গাছ লাগালেই অ্যাসাইনমেন্ট নম্বর পাবেন জবি শিক্ষার্থীরা

2023-06-09 15:16:40

অ্যাসাইনমেন্ট নম্বরের জন্য এক অভিনব উদ্যোগ নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগ। সারাদেশে চলমান তীব্র তাপদাহের মধ্যে বিভাগের শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট নম্বর হিসেবে গাছ লাগানোর নির্দেশনা দেওয়া হয়েছে। অর্থাৎ গাছ লাগালেই মিলবে অ্যাসাইনমেন্ট নম্বর।

বিভাগটির ‘ল্যান্ড ইউজ অ্যান্ড ন্যাচারাল রিসোর্স ল’ কোর্সের অ্যাসাইনমেন্ট হিসেবে এ ভিন্নধর্মী নির্দেশনা দিয়েছেন কোর্সটির শিক্ষিকা ও বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. শারমীন আখতার।

কোর্সের অ্যাসাইনমেন্ট নম্বর পেতে আগামী ঈদুল আজহার মধ্যে একটি করে গাছ লাগাতে হবে শিক্ষার্থীদের। নিজের লাগানো গাছের ছবি তুলে পাঠালেই মিলবে অ্যাসাইনমেন্টের নম্বর।

এ বিষয়ে ড. শারমীন আখতার বলেন, কোর্সের সঙ্গে সম্পর্কিত হওয়ায় শিক্ষার্থীদের পরিবেশের প্রতি সহনশীল হতে ও বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে এ নির্দেশনা দিয়েছি। পরিবেশের প্রতি শিক্ষার্থীদের মমত্ববোধ জাগ্রত হবে। তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে।

বিভাগের মাস্টার্সে অধ্যয়নরত শিক্ষার্থী সুমনা আক্তার বলেন, জলবায়ু পরিবর্তনে বর্তমানে সারাদেশে যে তাপদাহ চলছে, তা প্রতিরোধে আমাদের বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়ার উপযুক্ত সময় চলে এসেছে। এমন অবস্থায় ম্যাম ক্লাস পারফরম্যান্সের জন্য নির্ধারিত নম্বর পেতে গাছ লাগানোর নির্দেশনা দিয়েছেন। ম্যামের নির্দেশনা শোনার পর আমরা আনন্দিত হয়েছি। কারণ আবহাওয়া ও জলবায়ুর বর্তমান পরিস্থিতি অনুযায়ী বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের যে জরুরি প্রয়োজন দেখা দিয়েছে, সেখানে এই পদক্ষেপটি একটি সুন্দর সূচনা।

স্বত্বাধিকারী: তানভীর সিনহা
সম্পাদক: মো. খালেদ রায়হান
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
ঠিকানা: হাউজ ৬, রোড ১৪, সেক্টর ০৪, উত্তরা
যোগাযোগের নাম্বার: +৮৮০১৬৮৭২৮২৮২৬
ইমেইল: m.k.rayhan15@gmail.com