27734

বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়ে অপহৃত ঢাবি ছাত্র, ৯৯৯-এ ফোনে উদ্ধার

বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়ে অপহৃত ঢাবি ছাত্র, ৯৯৯-এ ফোনে উদ্ধার

2023-06-14 22:59:37

রাজধানীর মালিবাগে বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়ে অপহণের শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। তাকে আটকে রেখে মারধরের পর নগ্ন করে তোলা হয় ছবি। পরে পরিচিতিদের কাছে মেসেঞ্জারে চাওয়া হয় টাকা।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ এমন অভিযোগ পেয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় ভুক্তভোগী শিক্ষার্থীকে উদ্ধার করে পুলিশ। এসময় অপহরণের অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতাররা হলেন- দীন ইসলাম (২৭) ও সাইফুল ইসলাম অপূর্ব (২৮)।

বুধবার (১৪ জুন) বিকেলে ৯৯৯-এর পরিদর্শক (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স অফিসার) আনোয়ার সাত্তার এ তথ্য জানান।

তিনি বলেন, আজ সকাল পৌনে ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় ৭১ হল থেকে ইতিহাস বিভাগের এক শিক্ষার্থী ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করেন। তিনি জানান, তার হলের জুনিয়র শিক্ষার্থী ইসলামিক স্টাডিজ বিভাগের এক ছাত্র মঙ্গলবার রাতে বান্ধবীর সঙ্গে দেখা করতে মালিবাগ যান। বুধবার ভোররাতের দিকে তারা জানতে পারেন, ওই শিক্ষার্থীকে আটকে রাখা হয়েছে। তার ফোন নম্বর বন্ধ পাওয়া যাচ্ছে। তবে তার মেসেঞ্জার ব্যবহার করে পরিচিতজনদের কাছ থেকে টাকা চাওয়া হচ্ছে।

মেসেঞ্জারের মাধ্যমে আটক শিক্ষার্থী জানাচ্ছিলেন, তাকে খুব মারধর করা হয়েছে এবং নগ্ন করে ছবি তোলা হয়েছে। এক লাখ টাকা না পেলে তাকে ছাড়া হবে না। এ অবস্থায় কলার দ্রুত পুলিশি সহায়তার অনুরোধ জানিয়ে ৯৯৯ নম্বরে ফোন করেন।

৯৯৯ কলটেকার কনস্টেবল সায়েম উদ্দীন কলটি রিসিভ করেন। তিনি বিষয়টি তাৎক্ষণিকভাবে খিলগাঁও থানায় বিষয়টি জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানান। ৯৯৯ ডিসপাচার এসআই জয়ন্ত ঘরামী সংশ্লিষ্ট থানা পুলিশ এবং কলারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে পুলিশি তৎপরতার আপডেট নিতে থাকেন।

তথ্যপ্রযুক্তির মাধ্যমে দক্ষিণ গোড়ানের একটি বাসায় ভুক্তভোগী শিক্ষার্থীর অবস্থান শনাক্ত করে খিলগাঁও থানা পুলিশের একটি দল। তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আপহরণ ও ব্ল্যাকমেইলিংয়ের শিকার শিক্ষার্থীকে (২৩) উদ্ধার করেন। এছাড়া অপহরণের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

খিলগাঁও থানা পুলিশ দলের নেতৃত্বে থাকা এসআই জসিম উদ্দীন ৯৯৯-কে জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]