27741

ঢাবি শিক্ষার্থী তানভীরের জানাজায় মানুষের ঢল

ঢাবি শিক্ষার্থী তানভীরের জানাজায় মানুষের ঢল

2023-06-15 13:58:24

কুষ্টিয়ার গড়াই নদীতে গোসলে নেমে মারা যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষার্থী তানভীরের জানাজা সম্পন্ন হয়েছে। তার জানাজায় অংশ নিয়েছেন ওই এলাকার সর্বস্তরের মানুষ।

বুধবার (১৪ জুন) রাত সোয়া ১০টার দিকে বরগুনা সরকারি কলেজ মাঠে এ জানাজা নামাজ সম্পন্ন হয়।

নিহত শিক্ষার্থী তানভীর আহমেদ (২৩) বরগুনা সরকারি কলেজের সহকারী অধ্যাপক আবদুল মালেকের ছেলে। তানভীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র।

জানা যায়, সোমবার (১২ জুন) কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় গড়াই নদীতে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে নিখোঁজ হন তানভীর। এর ৪৪ ঘণ্টা পর বুধবার তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। এরপর রাতেই তার মরদেহ নিজ জেলা বরগুনায় পৌঁছে। পরে বরগুনা সরকারি কলেজ মাঠে নামাজে জানাজা সম্পন্ন হয়।

এদিকে তার মৃত্যুতে শোকের ছায়া বিরাজ করছে জেলাজুড়ে। তার মরদেহ পৌঁছানোর সঙ্গে সঙ্গেই মানুষের ঢল নামে কলেজ মাঠে। শেষবারের মত তাকে এক নজর দেখতে ভিড় করে জেলার সর্বস্তরের মানুষ। ছেলে হারানোর শোকে বারবার মূর্ছা যাচ্ছেন তার বাবা ও পরিবারের সদস্যরা। ছোটবেলার সহপাঠীরাও বন্ধু হারানোর শোকে কাতর।

জানাজায় উপস্থিত ছিলেন বরগুনা সদর উপজেলার চেয়ারম্যান মনিরুল ইসলাম মনির। তিনি বলেন, এক মেধাবীকে হারালাম আমরা। তার পরিবারকে সান্ত্বনা দেওয়ার মত ভাষা আমাদের নেই৷ আল্লাহ তানভীরকে জান্নাতুল ফেরদৌস দান করুন।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]