27834

ইয়োর ক্যাম্পাস-এর বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট (বিগ) জয়

ইয়োর ক্যাম্পাস-এর বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট (বিগ) জয়

2023-06-27 17:05:45

সম্প্রতি অনুষ্ঠিত হওয়া বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট (বিগ) ২০২৩-এর শীর্ষ ৫১ স্টার্টআপের মধ্যে স্থান করে নিয়েছে আইওটি-ভিত্তিক সেবাদানকারী প্রতিষ্ঠান ইয়োর ক্যাম্পাস। উদ্যোক্তাদের উদ্ভাবন প্রদর্শন ও উন্নয়নে বাংলাদেশ সরকারের আইডিয়া প্রকল্প ও আইসিটি বিভাগ যৌথভাবে উক্ত প্রতিযোগিতার আয়োজন করেছে।

ইয়োর ক্যাম্পাসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মিলজার রহমান বলেন, আমরা সবসময়ই শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে ও স্মার্ট ক্যাম্পাস বিনির্মাণে নিরলসভাবে কাজ করে চলেছি। বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট (বিগ)-এর এই স্বীকৃতি আমাদেরকে ভবিষ্যতে চলার পথে আরও উৎসাহিত করবে। এমন চমৎকার আয়োজনের জন্য আয়োজকদেরকে ধন্যবাদ এবং ভবিষ্যতেও এধরনের প্রতিযোগিতা অব্যাহত রাখতে অনুরোধ জানান তিনি।

সহস্রাধিক স্টার্টআপের মধ্য থেকে বিজয়ী ৫১ স্টার্টআপের তালিকায় স্থান করে নিয়েছে ইয়োর ক্যাম্পাস। উল্লেখ্য যে, এর আগেও ইয়োর ক্যাম্পাস রবি আয়োজিত আর-ভেঞ্চারস ৩.০ প্রতিযোগিতার সেরা ১১ স্টার্টআপের তালিকায় অবস্থান করে নিতে সক্ষম হয়েছিল।

দেশে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২৫ লাখ। দেশ যখন স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে, তখন তার সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের জীবনমানের কি পরিবর্তন হচ্ছে! একটা শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর থেকে কি যথাযথ পরিচর্যার মধ্য দিয়ে যাচ্ছে বা অ্যাকাডেমিক পড়াশোনা শেষ করে কি শিল্পখাতের জন্য প্রস্তুত হচ্ছে! শিক্ষার্থীদের এসব সমস্যা সমাধানের জন্য বিভিন্ন সেবা নিয়ে কাজ করছে দেশীয় প্রতিষ্ঠান ইয়োর ক্যাম্পাস।

শিক্ষার্থীদের কাপড় ধোয়ার সমস্যা সমাধানের জন্য আইওটি-ভিত্তিক অ্যাপ নিয়ন্ত্রিত ইয়োর লন্ড্রি সেবা চালু করেছে ইয়োর ক্যাম্পাস, যার মাধ্যমে শিক্ষার্থীরা মাত্র ৩০ টাকায় ১৫-২০টি কাপড় ধুয়ে নিতে পারছে। কাপড় ধোয়ার আগে ইয়োর ক্যাম্পাস অ্যাপ থেকে স্কেজিউল বুক করে সেল্ফ সার্ভিসে নিজের সুবিধামতো সময়ে কাপড় ধুতে পারে যে-কোনো শিক্ষার্থী। নেই অপেক্ষা করার কোনো ঝামেলা কিংবা দেরি হওয়ার কোনো আশঙ্কা।

অনেকসময় দিনে বা রাতে পড়াশোনার সময়ে হুটহাট ক্ষুধার সম্মুখীন হয় শিক্ষার্থীরা কিন্তু ক্যাম্পাসের দোকানগুলো সবসময় খোলা না থাকায় বা দূরে অবস্থিত হওয়ায় বেশ বিড়ম্বনায় পড়ে যায় শিক্ষার্থীরা। উক্ত সমস্যা সমাধানের চিন্তা থেকে ২৪/৭ স্ন্যাকস ও বেভারেজ ভেন্ডিং মেশিন চালু করেছে যার মাধ্যমে যখনতখন এমআরপি মূল্যে পণ্য কিনতে পারে শিক্ষার্থীরা। মাঝে মাঝে বিভিন্ন প্রমোশনাল অফারের ব্যবস্থাও করে থাকে ইয়োর ক্যাম্পাস।

এছাড়া শিক্ষার্থীদের জন্য সম্প্রতি বিশেষ ডিসকাউন্ট প্ল্যাটফরম ”ইয়োর অফারস” চালু করেছে প্রতিষ্ঠানটি যেখান থেকে শিক্ষার্থীরা বাজারের সর্বোচ্চ ডিসকাউন্টে বিভিন্ন পণ্য কিনতে পারে। উপরন্তু শিক্ষার্থীদের ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য খুব শীঘ্রই “ইয়োর ক্যারিয়ার” নামক প্ল্যাটফরম উন্মোচনের ঘোষণা দিয়েছে ইয়োর ক্যাম্পাস। এটির মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য দিক নির্দেশনার পাশাপাশি দক্ষতা উন্নয়ন চাকরিমেলায় অংশ নিতে পারবে, যা তাদের পেশাগত জীবনে সহায়তা করবে।

বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বুয়েট, রুয়েট, ঢামেক, বাকৃবিসহ প্রায় ২০টিরও অধিক পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সেবা দিচ্ছে প্রতিষ্ঠানটি। দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও ইয়োর ক্যাস্পাসের সেবা চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন ইয়োর ক্যাম্পাসের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান জনসংযোগ কর্মকর্তা মোঃ ইসতিয়াক উদ্দিন। তিনি জানান, বর্তমানে আমরা আমাদের সেবাগুলো দ্রুত অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি; ইতোমধ্যে বেশকিছু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আমাদের চুক্তি সম্পাদিত হয়েছে। আশা করছি আমরা খুব দ্রুতই আমাদের সেবাগুলো সেখানে পৌঁছাতে পারব।

কেন শুধু শিক্ষার্থীকেন্দ্রীক সেবা চালু করলেন সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি নিজেও একসময় শিক্ষার্থী ছিলাম, খুব প্রত্যক্ষভাবে শিক্ষার্থীদের সমস্যাগুলো দেখেছি। দেশের মেধাবীদের যতটুকু সুবিধা পাওয়া দরকার তা নিশ্চিত করলে আমরা স্মার্ট বাংলাদেশ সুনিশ্চিত করতে পারব বলে মনে করি।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]