27846

ব্রিটিশ কাউন্সিলের আইইএলটিএস প্রাইজ, বাংলাদেশ থেকে ৫০০০ পাউন্ড জেতার সুযোগ

ব্রিটিশ কাউন্সিলের আইইএলটিএস প্রাইজ, বাংলাদেশ থেকে ৫০০০ পাউন্ড জেতার সুযোগ

2023-06-30 15:47:33

বাংলাদেশসহ পূর্ব ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর আইইএলটিএস পরীক্ষার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে ব্রিটিশ কাউন্সিল আইইএলটিএস প্রাইজ ২০২৩–এর আবেদন গ্রহণপ্রক্রিয়া। ব্রিটিশ কাউন্সিলের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশি শিক্ষার্থী, যাঁরা ২০২২ সালের ১ এপ্রিল থেকে চলতি বছরের ৩১ মার্চের মধ্যে বিদেশে উচ্চশিক্ষার জন্য (স্নাতক, স্নাতকোত্তর কিংবা পিএইচডি) পূর্ণ বা আংশিক বৃত্তিপ্রাপ্তির মাধ্যমে বিদেশে গেছেন, তাঁরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বছর বাংলাদেশ থেকে ৭ জন নির্বাচিত হবেন।

বার্ষিক এ প্রতিযোগিতার মাধ্যমে ইংরেজিভাষী বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে টিউশন ফিতে আইইএলটিএস পরীক্ষার্থীদের সর্বোচ্চ ৫ হাজার পাউন্ড পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ বছর চীন, জাপান, হংকং, ইন্দোনেশিয়া, কোরিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, তাইওয়ান, থাইল্যান্ড, ভিয়েতনাম, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার আইইএলটিএস পরীক্ষার্থীদের থেকে আবেদনপত্র গ্রহণ করা হবে।

আইইএলটিএসের মাধ্যমে দেশে কিংবা বিদেশে স্নাতক বা স্নাতকোত্তর সম্পন্ন করতে আবেদন করেছেন এবং যাঁদের কোর্স জানুয়ারি ২০২৩ থেকে মার্চ ২০২৪ পর্যন্ত, তাঁরা ব্রিটিশ কাউন্সিল আইইএলটিএস প্রাইজ ২০২৩–এর জন্য আবেদন করতে পারবেন।

আবেদন জমা দেওয়ার শেষ দিন ১৫ সেপ্টেম্বর। বাংলাদেশে প্রতিযোগিতামূলক আবেদনপ্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত মোট সাতজন বিজয়ী তাঁদের উচ্চশিক্ষা সম্পন্ন করার ক্ষেত্রে পুরস্কার হিসেবে আর্থিক সহায়তা লাভ করবেন।

ব্রিটিশ কাউন্সিল কান্ট্রি ডিরেক্টর টম মিশশা বলেন, ‘যাঁরা বিদেশে উচ্চশিক্ষা সম্পন্ন করে প্রাপ্ত জ্ঞান নিজের দেশের কমিউনিটির উন্নয়নে কাজে লাগাতে প্রতিশ্রুতিবদ্ধ, তাঁরাই আইইএলটিএস পুরস্কার বিজয়ী। আমাদের বিশ্বাস, বিদেশে উচ্চশিক্ষা ও সহযোগিতাপূর্ণ মনোভাবই আরও শান্তিপূর্ণ এবং সমৃদ্ধ বিশ্ব গড়ার চাবিকাঠি। মেধাবী শিক্ষার্থীদের লক্ষ্য অর্জনে সহায়তা করতে পেরে আমরা গর্বিত।’

আইইএলটিএস প্রাইজ, আবেদনপ্রক্রিয়া ও প্রাসঙ্গিক বিভিন্ন তথ্য জানতে -এ ঢুঁ মারতে https://takeielts.britishcouncil.org/take-ielts/study-work-abroad/ielts-prize পারেন।

 

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]