28109

২৩ মাস পর খুলল চবির বঙ্গমাতা হল

২৩ মাস পর খুলল চবির বঙ্গমাতা হল

2023-08-08 20:11:06

অবশেষে ২৩ মাস পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পাহাড় ও সমতলের বৌদ্ধ ছাত্রীদের জন্য নির্মিত 'বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব' হলটি বঙ্গমাতার ৯৩ জন্মদিন উপলক্ষে উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৮ আগস্ট) সকাল ১০ টায় উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার হলটি উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমদ ও প্রভোস্ট অধ্যাপক ড. উদিতি দাস।

বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হলটিতে বৌদ্ধ ধর্মের শিক্ষার্থীদের জন্য ৬০ শতাংশ আসন বরাদ্দ দেয়া হয়েছে বাকি ৪০ শতাংশ সাধারণ শিক্ষার্থীদের জন্য আসন বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়া হলটি নির্মাণের জন্য ৩৫ কোটি টাকা অনুমোদন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

হল উদ্বোধনের সময় আরো উপস্থিত ছিলেন, প্রক্টর ড.নূরুল আজিম সিকদার, শাহজালাল হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ জামাল উদ্দিন। সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড.খাইরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের সহকারী অধ্যাপক নাসিমা পারভীন।

উপাচার্য তার বক্তব্যে বলেন, উদ্বোধনের পর দিন থেকেই আমরা এই হলটি চালু করতে চেয়েছি। বারবার ইউজিসির কাছে আমরা লোকবলের জন্য চেয়েছি। তার জন্য আমাদের রেজিস্ট্রার গেছে আমার অফিস থেকে লোক গেছে কিন্তু ইউজিসি আমাদের কোনো লোকবল দেয় নি। এখনও আমরা পায়নি। তবে আমি ভেবেছি যেটি একবছর আগে উদ্বোধন হয়ে গেছে সেটি এখন সময় এসেছে খুলে দেয়ার। কারণ আমাদের ছাত্রীদের কষ্ট হচ্ছে। তারা বিভিন্ন জায়গায় ডাবলিং থাকছে। আমাদের ছাত্রীদের পড়াশোনার জন্য, গবেষণার জন্য পরিবেশ পাচ্ছে না তাই আমরা অন্যান্য হল থেকে লোকবল এনে এই হলটি খুলে দিয়েছি।

উল্লেখ্য, হলটিতে রয়েছে সুইমিংপুল, ইনডোর গেমস, ব্যাডমিন্টন কোর্ট, বিউটি পার্লার, ক্যান্টিন, লন্ড্রি, সৌরবিদ্যুৎসহ নানা আধুনিক সুযোগ-সুবিধা।

পরিবেশবান্ধব স্থাপত্যশৈলী ও প্রযুক্তিতে নির্মিত এই ছাত্রী হলের আয়তন ৫ হাজার ৫৮১ বর্গমিটার, নির্মাণ ব্যয় ১৬ কোটি ২৯ লাখ টাকা।

২০২১ সালের ২৮ সেপ্টেম্বর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলটি শিক্ষামন্ত্রী ডা.দীপু মণি উদ্বোধন করেন। এই হলে ৩১২ জন ছাত্রীর আবাসনের সুবিধা রয়েছে। বর্তমানে এই হলটির প্রভোস্ট হিসেবে দায়িত্বে আছেন শিক্ষা ও গবেষণা অধ্যাপক ড. উদিতি দাস।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]