28193

ডুয়েটে ভর্তি পরীক্ষা ২০-২১ আগস্ট

ডুয়েটে ভর্তি পরীক্ষা ২০-২১ আগস্ট

2023-08-19 17:34:05

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) ২০২২-২৩ শিক্ষাবর্ষের বিএসসি ইঞ্জিনিয়ারিং ও আর্কিটেকচার প্রোগ্রামের প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল রোববার (২০ আগস্ট) ও সোমবার (২১ আগস্ট) অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে এ ভর্তি পরীক্ষা নেওয়া হবে। ডুয়েটে জনসংযোগ শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং , ইলেকট্রিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগগুলোর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে রোববার (২০ আগস্ট)।

অন্যদিকে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগগুলোর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সোমবার (২১ আগস্ট)।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]