28277

সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র মুরাদ

সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র মুরাদ

2023-08-30 01:44:12

সাংবাদিকতায় উজ্জ্বল আলো ছড়িয়েছেন মুরাদ হুসাইন। শিক্ষা ও পরিবেশসহ বিভিন্ন বিষয় নিয়ে তিনি কাজ করেন। দীর্ঘ ১৫ বছর সাংবাদিকতার মাধ্যমে দেশ ও জনমানুষের কল্যাণ বয়ে এনেছেন। তার লিখনির মাধ্যমে নানা অনিয়ম, সমস্যা ও সম্ভাবনা উঠে এসেছে। তার সঠিক দিকনির্দেশনা মূলক প্রতিবেদনের কারণে সমস্যা নিরূপন ও তার সমাধান উঠে আসে। বিভিন্ন সমস্যা তুলে ধরে তার লিখনির কারণে সরকারের ইতিবাচক সিদ্ধান্ত নিতে সহজ হয়েছে। তিনি বাংলাদেশের প্রথমসারির জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪ডটকম-এ জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে কর্মরত ছিলেন।

মুরাদ হুসাইন লেখালেখির হাতেখড়ি ছাত্রজীবন থেকেই। সাংবাদিকতার শুরুতে তিনি দৈনিক আমাদের সময়, দৈনিক আমাদের অর্থনীতি এবং প্রতিদিনের সংবাদ পত্রিকায় কর্মরত ছিলেন। ২০১৬ সাল তিনি জাগোনিউজ২৪.কম এ যোগ দেন। তিনি মূলত শিক্ষা ও পরিবেশ খাত নিয়ে লিখতে পছন্দ করেন। শিক্ষা সংক্রান্ত সরেজমিন প্রতিবেদনের জন্য ২০১৮ সালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) বেস্ট অ্যাওয়ার্ড লাভ করেন। জাতীয় ও আন্তর্জাতিক নানা ধরনের প্রতিবেদন প্রকাশের কারণে দেশ-বিদেশে সন্মাননা পেয়েছেন। দুর্নীতি ও অনিয়ম বিষয়ক প্রতিবেদন লেখার প্রতি ঝোঁক রয়েছে। সরেজমিন প্রতিবেদন লেখার ক্ষেত্রে তার ভিন্ন দৃষ্টিভঙ্গি, দক্ষতা ও লেখনির মুন্সিয়ানা সবার প্রশংসা কুড়িয়েছেন। বেসরকারি বিশ্ববিদ্যালয় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি থেকে সমাজবিজ্ঞান বিষয়ে তিনি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি।

মুরাদ হুসাইন ২০২৩ সালে মিশরে ‘বিশ্ব জলবায়ু সম্মেলন’ (কপ-২৭ নামে পরিচিত) পরিবেশ ও জলবায়ু সক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনে সংবাদ কাভার করেছেন। একই বছরে যুক্তরাষ্ট্রের নিউইর্য়কে জাতিসংঘের আয়োজিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় (এসডিজি) শিক্ষায় পরিবর্তন সংক্রান্ত সিপিডি-৫৬ আন্তর্জাতিক কনফারেন্সে নিউজ কাভার করেন। বিশ্বের বিভিন্ন দেশে তার ভ্রমণের অভিজ্ঞতা রয়েছে।

তার জম্মস্থান বাংলাদেশের লালমনিরহাটে। বাবার চাকরির সুবাদে তিনি ছোটবেলা থেকে ঢাকায় অবস্থান করেন। ঢাকার বিভিন্ন সুনামধারী শিক্ষা প্রতিষ্ঠানে তিনি পড়ালেখা করেছেন। বাংলাদেশের সাংবাদিকদের বৃহৎ সংগঠন ‘ঢাকা রিপের্টার্স ইউনিটির (ডিআরইউ)’ সদস্য। ২০২০ সালে তিনি সংগঠনটির কার্যনির্বাহী কমিটির দায়িত্ব পালন করেন। এছাড়াও ঢাকার বৃহৎ সাংবাদিক সংগঠন ‘ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে)’ সদস্য, ঢাকায় কর্মরত বৃহৎ আঞ্চলিক সংগঠন ‘রংপুর বিভাগ সাংবাদিক সমিতির’ সদস্য হিসেবে রয়েছেন। এর বাহিরে শিক্ষা বিষয়ক কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েন, বাংলাদেশ (ইরাব)’ সদস্য ও দুই দফায় কার্যনিবার্হী কমিটিতে দায়িত্ব পালন করেন। বাংলাদেশের ‘এক্সওয়াইজেড’ ক্লাউড সার্ভার নামে একটি ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠানের ব্যান্ডিং ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন। বতর্মানে তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]