2833

৩৬তম বিসিএসের ফল প্রকাশ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে উল্লাস

৩৬তম বিসিএসের ফল প্রকাশ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে উল্লাস

2017-10-18 01:51:09

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার। দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিলেন বন্ধুরা। হঠাৎ খবর এলো বিসিএসের ফলাফল প্রকাশ হয়েছে। ফলাফল দেখার জন্য মেসেজ পাঠালেন। কিছুক্ষণ পর চলে আসল স্বপ্নের সংবাদটি। তারা কয়েকজন বিসিএস পুলিশ এবং অন্যান্য ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়েছেন। ফল দেখে আনন্দ আত্মহারা হয়ে পরলেন বন্ধুরা। সঙ্গে সঙ্গে বাবা মাকে ফোন দিয়ে কেঁদে দিলেন। এ যেন একজন অবুঝ শিশুর কান্না। এ কান্না অনেক কষ্টের পর পাওয়া আনন্দের কান্না। স্বপ্নকে হাতে পাওয়ার কান্না। অন্যদিকে ব্যর্থ হয়েও কেঁদেছেন কয়েকজন। তাদেরকে শান্তনা দিচ্ছিলেন বন্ধুরা। তাদের আনন্দ অশ্রু এবং কষ্টের কান্না দেখে আশপাশে থাকা অন্যান্য শিক্ষার্থীদের চোখেও চলে এসছে জল। এ দৃশ্য থেকে নিজেকে গড়া ও স্বপ্ন ছোঁয়ার শপথ আরো পাকাপোক্ত করে সদ্য অনার্স- মাস্টার্স শেষ করা শিক্ষার্থীরা আবারো ঢুকে পড়লেন লাইব্রেরিতে। পড়ালেখায় আবারো বুদ হয়ে পড়লেন তারা। 

৩৬তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ফল প্রকাশের কথা জানানো হয়। ৩৬তম বিসিএসে ২ হাজার ৩২৩ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।

ফলাফল কমিশনের ওয়েবসাইটে (https://www.bpsc.gov.bd) পাওয়া যাবে।

এ ছাড়া টেলিটকের মাধ্যমে PSC36 Registration Numnber Send to 16222 নম্বরে এসএমএস পাঠালে ফলাফল পাওয়া যাবে। উদাহরণ : PSC 36123456 Send to 16222

৩৬তম বিসিএসে প্রশাসন ক্যাডারে ২৯২টি, পুলিশ ক্যাডারে ১১৭টি, কর ক্যাডারে ৪২টি, পররাষ্ট্র ২০, নিরীক্ষা ও হিসাব ১৫, কৃষি ৩২২, মৎস্য ৪৮, স্বাস্থ্য সহকারী সার্জন ১৮৭, পশুসম্পদ ৪৩–সহ ২ হাজার ৩২৩ জন প্রার্থীকে সুপারিশ করা হয়েছে।

৩৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় ৫ হাজার ৯৯০ জন উত্তীর্ণ হন। প্রথম শ্রেণির ২ হাজার ১৮০ জন গেজেটেড কর্মকর্তা নিয়োগ দিতে ২০১৫ সালের ৩১ মে ৩৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গত বছরের ৮ জানুয়ারি প্রিলিমিনারি পরীক্ষা হয়। দুই লাখের বেশি পরীক্ষার্থী এতে অংশ নিয়ে উত্তীর্ণ হন মাত্র ১৩ হাজার ৬৭৯ জন। গত বছরের সেপ্টেম্বরে তাঁদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ১২ হাজার ৪৬৮ জন। চাকরিপ্রার্থীরা মৌখিক পরীক্ষা দেওয়া শুরু করেন ১২ মার্চ থেকে। তা শেষ হয় ৭ জুন।

৩৬তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ দেখতে ক্লিক করুন 

 

এমএসএল 

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]