28368

লোকোমাস্টারদের মারধরের প্রতিবাদে চবির শাটল ট্রেন বন্ধ

লোকোমাস্টারদের মারধরের প্রতিবাদে চবির শাটল ট্রেন বন্ধ

2023-09-10 16:36:30

লোকোমাস্টারদের মারধরের ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শাটল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ফলে রোববার সকাল থেকে বিশ্ববিদ্যালয়গামী কোনো ট্রেন নগরীর বটতলী রেলস্টেশন ছেড়ে ক্যাম্পাসে আসেনি।

অন্যদিকে শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা ও তাৎক্ষণিক সমস্যা বিবেচনায় আটটি বাসের ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

চবির প্রক্টর ড. নূরুল আজিম সিকদার বলেন, ‘আমরা ট্রেন চলাচলের বিষয়ে কাজ করছি। শিক্ষার্থীদের জন্য আটটি বাস বরাদ্দ রাখা হয়েছে। সকাল নয়টায় পাঁচটি বাস ষোলশহর থেকে ক্যাম্পাসের উদ্দেশে ছেড়ে যাবে। আর তিনটি একই সময়ে বটতলী থেকে ক্যাম্পাসের উদ্দেশে যাবে। ক্লাস-পরীক্ষা যথাসময়ে হবে।’

এর আগে গত বৃহস্পতিবার শাটল ট্রেন দুর্ঘটনাকে কেন্দ্র করে ট্রেনের লোকোমাস্টারদের মারধর করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এক পর্যায়ে ট্রেন স্টেশনে রেখেই দুই লোকোমাস্টার ও গার্ড পালিয়ে যান। এরপর থেকে ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত শাটল ট্রেন না চালানোর সিদ্ধান্ত নেন লোকোমাস্টাররা।

চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক আবিদুর রহমান বলেন, ‘আমরা ট্রেন চলাচলের জন্য চেষ্টা করছি। আশা করি আলোচনার মাধ্যমে বিষয়টি অল্প সময়ের মধ্যে সমাধান হবে।’

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]