বাঙলা কলেজ শাখা ছাত্রলীগের কর্মীসভার তারিখ ঘোষণা
2023-09-14 21:06:46
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মিরপুর বাঙলা কলেজ শাখা ছাত্রলীগের কর্মীসভার তারিখ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এতে বলা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে বদ্ধপরিকর। সেজন্য সরকারি বাঙলা কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে আগামী ২৩ সেপ্টেম্বর (শনিবার) কর্মীসভা অনুষ্ঠিত হবে।
এর আগে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজ ছাত্রলীগকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের অধীনে নিয়ে আসার বিষয়ে জানতে চাইলে সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান বলেন, এটি একটি সাংগঠনিক বিষয়। বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী কাজ হবে। গঠনতন্ত্র ছাত্রলীগের সকল নেতাকর্মীদের কাছে সংবিধান। গঠনতন্ত্রে যেভাবে ছাত্রলীগের ইউনিটসমূহের কমিটি গঠন করার কথা রয়েছে সেভাবেই কাজ করা হবে।