28409

স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রে বিদেশিদের ‘হস্তক্ষেপ’ অগ্রহণযোগ্য

স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রে বিদেশিদের ‘হস্তক্ষেপ’ অগ্রহণযোগ্য

2023-09-16 01:05:34

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসের বিচারকে কেন্দ্র করে বিদেশিদের দেওয়া বিবৃতিকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের উপর বিদেশিদের হস্তক্ষেপ বলে মন্তব্য করেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকরা। সেই সঙ্গে স্বাধীন, সার্বভৌম রাষ্ট্রের উপর এ ধরনের হস্তক্ষেপ অগ্রহণযোগ্য বলেও জানিয়েছেন তারা।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত ‘স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের উপর বিদেশিদের হস্তক্ষেপ’ শীর্ষক এক আলোচনা সভায় তারা এ কথা বলেন।

এডুকেশন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম অব বাংলাদেশ (ইআরডিএফবি) ও সাপ্তাহিক ‘উদ্যোক্তা’ যৌথভাবে ওই সভার আয়োজন করে।

সভায় আলোচকরা বলেন, ড. ইউনূসের বিরুদ্ধে চলমান বিচারিক কার্যক্রম স্থগিত, বিচারকদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উত্থাপন ও বিচারিক প্যানেলে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের সম্পৃক্ত করার দাবির মাধ্যমে বাংলাদেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করা হয়েছে। নির্বাহী বিভাগের প্রধানকে বিচার কার্যক্রম বন্ধের আহ্বান ক্ষমতার পৃথকীকরণ নীতির প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন ও আইনের শাসনের প্রতি মারাত্মক হুমকি। এর বিরুদ্ধে দেশের জনগণ ও সুশীল সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান বলেন, বাংলাদেশ যখন দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে, তখন দেশবিরোধী শক্তি নানাভাবে এই অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করছে। ড. ইউনুসের মামলার বিষয়ে বিদেশিদের বিবৃতি এরই অংশ। এটি বাংলাদেশের স্বাধীন বিচার ব্যবস্থা, স্বাধীনতা-সার্বভৌমত্বের উপর হস্তক্ষেপের শামিল। আমাদের ঐক্যবদ্ধভাবে এর বিরুদ্ধে অবস্থান নিতে হবে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সমন্বয়ে গঠিত গবেষণাভিত্তিক সংগঠন আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য ও ইআরডিএফবির সভাপতি অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মান্নান চৌধুরী। এছাড়া স্বাগত বক্তব্য রাখেন স্টেট ইউনিভার্সিটির সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল কবির।

সভায় অন্যদের মধ্যে পিরোজপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী সাইফুদ্দিন আহমেদ, আরপি সাহা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মনীন্দ্র কুমার রায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হালের প্রভোস্ট অধ্যাপক ড. তৌহিদা রশীদ প্রমুখ বক্তব্য রাখেন।

 

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]