28413

উদ্বোধনের দিনেই ঢাকা বিশ্ববিদ্যালয় ফান্ডের সংগ্রহ ১ কোটি ১১ লাখ

উদ্বোধনের দিনেই ঢাকা বিশ্ববিদ্যালয় ফান্ডের সংগ্রহ ১ কোটি ১১ লাখ

2023-09-16 21:18:56

শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নিজস্ব ফান্ড ‘দ্যা ঢাকা ইউনিভার্সিটি ফান্ড’ উদ্বোধন করা হয়েছে। এতে প্রথম দিনেই ১ কোটি ১১ লাখ টাকার অনুদান এসেছে দাতাদের কাছ থেকে।

শনিবার (১৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে দ্যা ঢাকা ইউনিভার্সিটি ফান্ডের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আখতারুজ্জামান। এ সময় দাতারা উপাচার্যের হাতে চেক তুলে দেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রথম দিনের দাতারা হলেন, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি ও বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সাবেক সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ, পিএইচপি গ্রুপের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান সুফি মিজানুর রহমান, ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেডের চেয়রাম্যান প্রিতি চক্রবর্তী ও পপুলার গ্রুপ (পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড) ব্যবস্থাপনা পরিচালক ড. মোস্তাফিজুর রহমান।

আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে আমরা সবাই গর্ব করতাম, এখনও করি। কিন্তু সবার মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেটিং দিন দিন কমে যাওয়ার কথা শোনা যায়। এ থেকে উত্তরণে গবেষণা দরকার। রেটিং কমার কারণ হলো পাবলিকেশন ও গবেষণা কম হওয়া। এই ফান্ড আমাদের গবেষণা তরান্বিতকরণে সাহায্য করবে।

তহবিল সংগ্রহের উদ্বোধনী বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আখতারুজ্জামান বলেন, আমাদের কাজের পরিসর বাজেটের ওপর ভিত্তি করে হয়ে আসছে। বাজেটের ওপর ভিত্তি করেই আমাদের কার্যক্রম পরিচালনা করতে হয়। একপর্যায়ে এসে আমরা একটা স্বতন্ত্র তহবিলের প্রয়োজন বোধ করি। ২০১২ সালে আমরা সর্বপ্রথম এর উদ্যোগ নিই। কিন্তু বিভিন্ন সীমাবদ্ধতায় এর কার্যক্রম শুরু করা হয়নি। এখন এই তহবিল তার আনুষ্ঠানিক অবকাঠামো লাভ করেছে।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]