28491

সহকারী জজ নিয়োগ পরীক্ষায় সুপারিশপ্রাপ্ত রাবির ২১ শিক্ষার্থী

সহকারী জজ নিয়োগ পরীক্ষায় সুপারিশপ্রাপ্ত রাবির ২১ শিক্ষার্থী

2023-09-25 19:39:45

দেশের ১৬তম জুডিশিয়াল সার্ভিস কমিশনের (বিজেএসসি) সহকারী জজ নিয়োগ পরীক্ষায় ১ম স্থানসহ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) আইন বিভাগের মোট ২১ জন শিক্ষার্থী সহকারী জজ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বলে জানা গেছে। তাদের এমন সাফল্যে আনন্দিত বিভাগের শিক্ষকসহ শিক্ষার্থীরাও।

রোববার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়। প্রতিবেদন লেখা পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ২১ জনের নাম নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. হাসিবুল আলম প্রধান।

আইন বিভাগ সূত্রে জানা যায়, ফলাফলে প্রথম হয়েছেন রাবির আইন বিভাগের ৪০তম ব্যাচের শিক্ষার্থী নুসরাত জেরিন জেনি। তিনি ডিপার্টমেন্টে ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিলেন। তার বাসা বগুড়া জেলায়। মেধাতালিকায় ষষ্ঠ হয়েছেন একই ব্যাচের ফাহাদ ইশতিয়াক। এছাড়াও আরিফ আফসার শুভ সপ্তম, সাথী দশম, বাপ্পি ভুঁইয়া ১১তম, রাফিউল ইসলাম ৩০তম, মৌসুফা তানিয়া মৌলি ৩১তম, আহামাদুল কবীর শাকিল ৩২তম, সুদীপ ঘোষ ১০১ ও মেহেদী হাসান ১০২তম স্থান অর্জন করে রীতিমতো বাজিমাত করেছে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪০তম ব্যাচের ১০ শিক্ষার্থী।

আরও জানা যায়, ৪০তম ব্যাচ ছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৩৯তম ব্যাচের পাঁচ জনসহ অন্যান্য ব্যাচ থেকে আরও ৬জন শিক্ষার্থী সহকারী জজ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এ নিয়ে রাবি থেকে মোট ২১জন শিক্ষার্থীর তথ্য প্রাথমিকভাবে পাওয়া গেছে।

বিজেএস ১০২তম হয়েছেন মো. মেহেদী হাসান। তিনি ঢাকা পোস্টকে বলেন, পরিবারের ইচ্ছে ছিল সহকারী জজ হওয়ার। তাদের ইচ্ছে আমার অনুপ্রেরণা হয়ে কাজ করছে। আমি সে অনুযায়ী চেষ্টা করেছি। বাবা-মায়ের দোয়ার ফলে আজ এ ফলাফল করতে পেরেছি।

একাডেমিক পড়াশোনার বিষয়ে তিনি বলেন, বিভাগের পড়ার বাইরেও বিজেএস এর পড়াশোনাটা অনেক গভীর। আমাদের বিভাগের পড়াশোনাটা যদি আরেকটু বিজেএস কেন্দ্রিক করানো হয় তাহলে আমাদের জন্য আরও সুবিধা হবে। পরবর্তীতে যারা পরীক্ষা দিবে তাদের জন্য অনেক ভালো হবে।

আনন্দ প্রকাশ করে রাবির আইন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মারুফ হোসেন মিশন বলেন, বিভাগের বড় ভাই-আপুদের সফলতা দেখে আমাদের ভালো লাগছে। তাদের সফলতা আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে কাজ করবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগর বলেন, এ পর্যন্ত আমাদের বিভাগ থেকে ২১জন শিক্ষার্থী বিজেএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বলে জানা গেছে। উত্তীর্ণ শিক্ষার্থীরা আমাকে ফোন করে নিশ্চিত করেছেন। তবে এ সংখ্যাটি আরও বাড়বে বলে জানান তিনি।

সহকারী জজ হিসেবে সুপারিশ প্রাপ্তদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, যারা উত্তীর্ণ হয়েছে তারা আমাদের গর্ব। তাদের এ অর্জনে আইন বিভাগ ও রাজশাহী বিশ্ববিদ্যালয় গর্বিত। তাদের হাতে ন্যায় বিচার নিশ্চিত হবে বলে প্রত্যাশা এ শিক্ষকের।

শিক্ষার্থীদের এমন সাফল্যে গর্বিত বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. হাসিবুল আলম প্রধান। তিনি বলেন, টানা চতুর্থবারের মতো এবারও বিজেএস পরীক্ষায় আমার শিক্ষার্থীরা প্রথম স্থান অর্জন করায় আমরা বিভাগের শিক্ষক হিসেবে গর্বিত। এক ব্যাচ থেকেই ১০ জন শিক্ষার্থীর এমন সাফল্যে আমরা আনন্দিত। আমরা বিশ্বাস করি, যে-সকল শিক্ষার্থী জুডিশিয়ারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তারা তাদের সর্বোচ্চ মেধা ও যোগ্যতা দিয়ে ন্যায়বিচার নিশ্চিত করবে।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]