28514

জাবির রেজিস্টার্ড গ্র্যাজুয়েটদের নিবন্ধন শুরু রোববার

জাবির রেজিস্টার্ড গ্র্যাজুয়েটদের নিবন্ধন শুরু রোববার

2023-09-27 17:53:19

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সিনেটের ২৫ জন রেজিস্ট্যার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন উপলক্ষে রোববার (১ অক্টোবর) অনলাইনে নতুন রেজিস্ট্যার্ড গ্র্যাজুয়েট নিবন্ধন শুরু হবে।

বুধবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও রেজিস্ট্যার্ড গ্র্যাজুয়েট সেলের প্রধান সৈয়দ মোহাম্মদ আলী রেজার সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, জাবি অ্যাক্ট এর ১৯ (১) (আই) ধারা অনুযায়ী সিনেটের ২৫ জন রেজিস্ট্যার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনের লক্ষ্যে এ সংক্রান্ত চতুর্থ সংবিধির (সংশোধিত) ১.৩ ধারামতে রেজিস্ট্যার্ড গ্র্যাজুয়েট সেলে নিবন্ধিত হওয়ার প্রক্রিয়া ১ অক্টোবর থেকে শুরু হবে।

বিশ্ববিদ্যালয় থেকে আবেদনের তারিখ থেকে তিন বছর আগে নিয়মিত স্নাতক, স্নাতক/এমফিল বা পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেছেন এমন শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

এতে তিন বছরের জন্য নিবন্ধন ফি পাঁচশ টাকা ও আজীবন নিবন্ধন ফি এক হাজার টাকা করা হয়েছে। মোবাইল ব্যাংকিং সিস্টেম ডাচ্ বাংলা ব্যাংক রকেটে ফি দেওয়া যাবে।
এছাড়াও রেজিস্টার্ড গ্র্যাজুয়েটদের নিবন্ধন সংক্রান্ত বিস্তারিত তথ্য ju-regigraduate.org এ পাওয়া যাবে।

রেজিস্ট্যার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন কবে নাগাদ অনুষ্ঠিত হবে তা এখনো নির্ধারণ করা হয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সর্বশেষ ২০১৭ সালের ৩০ ডিসেম্বর সিনেটের রেজিস্ট্যার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]