কুয়েটে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন
2023-09-29 17:53:18
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ডিবেটিং সোসাইটির (কেডিএস) আয়োজনে ‘আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৩’ শুরু হয়েছে।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মো. শাহজাহান, সহকারী পরিচালক (ছাত্রকল্যাণ) মো. আবু সাফায়েত, কেডিএসের সাবেক সভাপতি রায়হান আহম্মেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেডিএসের মডারেটর ও মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. হেলাল-আন-নাহিয়ান।
দুদিনব্যাপী অনুষ্ঠানে দেশের ৩৫টি বিশ্ববিদ্যালয়ের ৪৮টি দলের শতাধিক বিতার্কিক সংসদীয় মডেলের বিতর্কে অংশগ্রহণ করবে।