28557

গণতান্ত্রিক ছাত্রশক্তির আহবায়ক এবং নেতাকর্মীদের উপর হামলা

গণতান্ত্রিক ছাত্রশক্তির আহবায়ক এবং নেতাকর্মীদের উপর হামলা

2023-10-04 14:40:42

গণতান্ত্রিক ছাত্রশক্তির (DSF) উদ্বোধন কর্মসূচী ও পদযাত্রা থেকে ফেরার পথে পরমাণু শক্তিকেন্দ্রের সামনে কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আখতার হোসেন, যুগ্ম আহবায়ক লুৎফর রহমান, যুগ্ম সদস্য সচিব নুসরাত তাবাসসুম, যুগ্ম সদস্য সচিব আসাদুল্লাহ আল গালিব, ঢাবি কমিটির সদস্য নিশিতা জামান নিহা, যুগ্ম আহবায়ক ফয়সাল হাসান, সদস্য আব্দুল্লাহ আল মাহমুদ, সদস্য সুমনা শারমিন, যুগ্ম আহ্বায়ক নুসাইবা তাসনিম সাবা, যুগ্ম সদস্য সচিব আব্দুল হান্নান মাসউদ ও সদস্য সাদিয়া ইয়াসমিন ঐতিহ্যের উপর ঢাবি ছাত্রলীগের কিছু নেতাকর্মী একযোগে হামলা চালায়। আখতার হোসেনসহ আহতদের গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলের জরুরী বিভাগে নিয়ে আসা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করেছে ছাত্রশক্তি।

প্রেস রিলিজে বলা হয়, আমরা এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং হামলার সাথে জড়িত সকলকে আইনের আওতায় এনে যথাযথ শাস্তি নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহবান জানাচ্ছি।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]