28619

রাবিতে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী ‘ক্যারিয়ার ফেস্ট’

রাবিতে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী ‘ক্যারিয়ার ফেস্ট’

2023-10-11 20:40:32

রাজশাহী বিশ্ববিদ্যালয় অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী ‘ক্যারিয়ার ফেস্ট’। আগামী ১৮ ও ১৯ অক্টোবার (বুধ ও বৃহস্পতিবার) সপ্তম বারের মতো এ ফেস্ট আয়োজন করছে বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব।

বুধবার (১১ অক্টোবর) ক্যারিয়ার ক্লাবের সভাপতি খোন্দকার অভিষেক ইবনে শামস জানান এ তথ্য জানান।

খোন্দকার অভিষেক ইবনে শামস জানান, এই ফেস্ট শিক্ষার্থীদের জন্য ফুল-টাইম, পার্ট-টাইম, স্বেচ্ছাসেবক এবং ইন্টার্নশিপের সুযোগ অন্বেষণ করার একটি প্ল্যাটফর্ম। বহুজাতিক এবং জাতীয় কোম্পানিগুলো শিক্ষার্থী এবং প্রাক্তন ছাত্রদের নিয়োগের জন্য ক্যাম্পাসে থাকবে।

তিনি আরও জানান, ক্যারিয়ার ফেস্টের উদ্বোধনের মধ্য দিয়ে একজন শিক্ষার্থী সিভি মূল্যায়ন ও সরাসরি ক্যাম্পাসে নিয়োগ এবং পার্টটাইম, ফুলটাইম ও ইন্টার্নশিপের সুযোগ পাবেন। এছাড়াও এই ফেস্টে বিভিন্ন সেক্টরে ক্যারিয়ার সেমিনার, নেতৃত্ব প্রশিক্ষণ, ব্যবসায়িক গেমস, প্যারিস রোডে ফ্ল্যাশ মব, ক্যারিয়ার সম্পর্কিত সেমিনার এবং ফ্রেশার্সদের জন্য কুইজ প্রতিযোগিতার আয়োজন থাকছে।

দুই দিনব্যাপী এই ফেস্ট সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে।

উল্লেখ্য, ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয় রাজশাহী ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাব। প্রতিষ্ঠার পর ক্লাবটি ৭টি সফল জব ফেয়ার ও ৬টি সফল ক্যারিয়ার ফেস্টের আয়োজন করেছে। দেশের বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি যেমন বাংলালিংক, স্যামসাং, ম্যারিকো, ইউনিলিভার এবং আরও অনেকের সঙ্গে অনেক সহযোগিতামূলক অনুষ্ঠান করেছে। এছাড়াও বিভিন্ন সময় সেমিনার, ওয়ার্কশপ ও প্রতিযোগিতা, পাবলিক স্পিকিংয়ের আয়োজন করে থাকে।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]