28649

স্নাতক ও স্নাতকোত্তরে ফুল-ফ্রি স্কলারশিপ দেবে টরন্টো বিশ্ববিদ্যালয়

স্নাতক ও স্নাতকোত্তরে ফুল-ফ্রি স্কলারশিপ দেবে টরন্টো বিশ্ববিদ্যালয়

2023-10-15 13:37:22

বিশ্বের উন্নত দেশগুলোর বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য বাংলাদেশের শিক্ষার্থীদের অনেক বেশি আগ্রহ রয়েছে। সমৃদ্ধ গবেষণা, শিক্ষার ধরন বা পাঠ্যসূচি, উন্নত জীবনযাত্রা, সমৃদ্ধ জ্ঞান অর্জন এসব কিছুর জন্যই কানাডর বিশ্ববিদ্যালয়সগুলোর চাহিদা ব্যাপক। কানাডায় অধ্যয়নকালীন সময় খন্ডকালীন চাকরি (পার্ট টাইম জব) করার অফুরন্ত সুযোগ রয়েছে। রয়েছে উচ্চশিক্ষা শেষে স্কিল ভিসায় স্থায়ী বসবাসের সুযোগ।

স্নাতক ও স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ সব আন্তর্জাতিক শিক্ষার্থী এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১৫ ডিসেম্বর।

টরন্টো বিশ্ববিদ্যালয় কানাডার অন্টারিও রাজ্যে অবস্থিত একটি পাবলিক রিসার্চ বিশ্ববিদ্যালয়। ১৮২৭ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।

সুযোগ-সুবিধা:
• যে কোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন
• সম্পূর্ণ টিউশন ফি দেওয়া হবে
• পাঠ্যবই সরবরাহ করবে
• স্বাস্থ্যবীমা
• আবাসনের ব্যবস্থা

যোগ্যতা:
• স্নাতকের জন্য উচ্চ মাধ্যমিকে ভালো ফলধারী হতে হবে
• স্নাতকোত্তরের জন্য স্নাতকে ভালো ফলধারী হতে হবে
• ইংরেজি মাধ্যেমে পড়াশোনা থাকলে ইংরেজি দক্ষতা পরীক্ষা দিতে হবে না
• আর না থাকলে আইইএলটিএস এ ন্যূনতম ৬.৫ পেতে হবে
• ডুয়োলিঙ্গ ইংরেজি টেস্ট গ্রহণযোগ্য

আবেদন:
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং বিস্তারিত জানতে ক্লিক করুন লিংকে (https://future.utoronto.ca/pearson/about/)।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]