28660

ডিবি'র মাদকদ্রব্য উদ্ধারে শ্রেষ্ঠ এডিসি নির্বাচিত হয়েছেন খন্দকার লেনিন

ডিবি'র মাদকদ্রব্য উদ্ধারে শ্রেষ্ঠ এডিসি নির্বাচিত হয়েছেন খন্দকার লেনিন

2023-10-16 22:16:51

ডিবির মাদকদ্রব্য উদ্ধারে শ্রেষ্ঠ এডিসি নির্বাচিত ও সন্মাননা লাভ করছেন খন্দকার লেনিন। সোমবার দুপুর ১২ টায় ডিএমপির হেডকোয়াটার্সে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার জনাব হাবিবুর রহমান বিপিএম (বার),পিপিএম (বার) প্রথম অপরাধ পর্যালোচনা সভায় ডিবি'মাদকদ্রব্য উদ্ধারে শ্রেষ্ঠ টিম লিডারের নির্বাচিত ও সন্মাননা পদক তুলে দেন।

খন্দকার লেনিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রী অর্জন এবং ক্রিমিনলজি বিভাগ থেকে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন।বর্তমানে চাকুরির পাশাপাশি নাটক এবং সিনেমায় অভিনয়ের সাথে যুক্ত আছেন। সিটিসিটির উদ্যোগে দেশব্যাপি উগ্রবাদ বিরোধী পথ নাটকের প্রধান সমন্নয়ক হিসেবে দায়িত্ব পালন এবং অভিনয় করেছেন তিনি। ২০১৫ সালে মেরিল প্রথম আলো সেরা অভিনেতা পুরস্কার পাওয়া এই অভিনেতা
সম্প্রতি জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকির 'Something like an Autobiography 'সিনেমার কাজ শেষ করেছেন।সিনেমাটি সম্প্রতি দক্ষিণ কোরিয়ার বুসান চলচিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে।দর্শক খুব শীক্ষ্রই সিনেমাটি 'Chorki' তে দেখতে পারবেন।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]