28787

ইডেন কলেজের মূল ফটকে ছাত্রদলের তালা

ইডেন কলেজের মূল ফটকে ছাত্রদলের তালা

2023-11-05 14:06:05

রাজধানীর ইডেন মহিলা কলেজের মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে কলেজ শাখা ছাত্রদল। রোববার (৫ নভেম্বর) সকাল ৬টা ১০ মিনিটে কলেজের মূল ফটকে তালা দেয় তারা।

পরে সেখানে একটি প্ল্যাকার্ডও টানিয়ে দেন তারা। প্ল্যাকার্ডে লেখা, ‘সাময়িক অসুবিধার জন্য দুঃখিত, দেশ মেরামতের কাজ চলছে।’ আর বড় অক্ষরে লেখা ‘অবরোধ’। নিচে লেখা ইডেন কলেজ ছাত্রদল।

জানতে চাইলে ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর সুপ্রিয়া ভট্টাচার্য বলেন, আমি এরকম একটি ছবি দেখেছি। তবে বিষয়টি সত্য কি না জানি না। সকালে আমাদের কলেজে পরীক্ষা শুরু হয়েছে। শিক্ষার্থীরা নির্বিঘ্নে যাতায়াত করছে। কোথাও কোনো সমস্যা নেই।

স্বত্বাধিকারী: তানভীর সিনহা
সম্পাদক: মো. খালেদ রায়হান
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
ঠিকানা: হাউজ ৬, রোড ১৪, সেক্টর ০৪, উত্তরা
যোগাযোগের নাম্বার: +৮৮০১৬৮৭২৮২৮২৬
ইমেইল: m.k.rayhan15@gmail.com