28820

অবরোধের সমর্থনে আবারও ঢাকা কলেজের ফটকে তালা

অবরোধের সমর্থনে আবারও ঢাকা কলেজের ফটকে তালা

2023-11-09 11:26:07

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আবারও কলেজের মূল ফটকে তালা দিয়ে ব্যানার সাঁটিয়ে দিয়েছে ঢাকা কলেজ ছাত্রদল।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) ভোর ৫টার পরে মোটরসাইকেলে এসে তৃতীয় দফায় দ্বিতীয় দিনের অবরোধের সমর্থনে ছাত্রদলের নেতাকর্মীরা তালা লাগিয়ে দেন।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, হঠাৎ করেই মোটরসাইকেলযোগে কয়েকজন এসে কলেজের মূল ফটকের বাইরে অবস্থান নেয়। পরে গেটে তালা দিয়ে ব্যানার টানিয়ে আবারও চলে যায়। ব্যানারে ‘১ দফার দাবিতে অবরোধ' লেখা ছিল। বিষয়টি নিরাপত্তারক্ষীদের নজরে এলে তারা কলেজ কর্তৃপক্ষকে অবহিত করেন। পরে কলেজ প্রশাসনের নির্দেশনায় তালাটি ভেঙে ফেলা হয়। বর্তমানে গেট শিক্ষার্থীদের প্রবেশের জন্য খুলে রাখা হয়েছে।

তবে বিষয়টি নিয়ে ঢাকা কলেজ ছাত্রদলের একাধিক নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা সাড়া দেননি।

উল্লেখ্য, এর আগেও বিএনপি ঘোষিত সর্বাত্মক অবরোধকে সমর্থন জানিয়ে কলেজ ফটকে তালা ঝুলিয়ে দিয়েছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]